আসানসোল, 6 ফেব্রুয়ারি: স্বপ্ন ছিল, প্রধান শিক্ষিকা হিসেবে নিযুক্ত হলে স্কুলের কিছু পরিকাঠামোগত পরিবর্তন করবেন৷ আর প্রধান শিক্ষিকা হিসেবে নিযুক্ত হওয়ার পর পূরণ করলেন সেই স্বপ্নও৷ সরকারি স্কুলকে গড়ে তুললেন একেবারে মডেল স্কুল হিসেবে৷ তিনি ডঃ অর্চনা কুমারী৷ আসানসোলের হিরাপুর ধরমপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হিসেবে কর্মরত৷
চাকরিতে যোগ দেওয়ার পর থেকেই স্কুলের ভোলবদলের কথা ভাবেন অর্চনা৷ একাধিক সরকারি দপ্তরে আবেদন করেও তেমনভাবে সাড়া মেলেনি৷ এরপর নিজের জমানো টাকা দিয়ে শুরু করেন কাজ৷ ধাপে ধাপে স্কুলের ভোলবদলের কাজ শুরু করেন তিনি৷ স্কুলের রং বদলান৷ এরপর স্কুলের দেওয়ালে আঁকেন বিভিন্ন ধরনের ছবি৷ ঝুলন্ত বাগান থেকে শুরু করে উন্নত শৌচাগার পর্যন্ত তৈরি করেন তিনি৷ ধরমপুর প্রাথমিক বিদ্যালয়কে তিনি একেবারে মডেল স্কুল বানিয়ে ফেলেছেন ৷ অর্চনা কুমারী যখন এই স্কুলের দায়িত্ব নেন তখন পড়ুয়ার সংখ্যা ছিল মাত্র 270 ৷ বর্তমানে সেখানে ছাত্রসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 430৷ দিন দিন বেড়েই চলেছে পড়ুয়ার সংখ্যা৷