পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

প্রধান শিক্ষিকার উদ্যোগে সরকারি স্কুল হল মডেল স্কুলে - asansol school

সরকারি স্কুলকে তৈরি করেছেন একেবারে মডেল স্কুল হিসেবে৷ আর তারপরই স্কুলে বাড়তে শুরু করেছে পড়ুয়ার সংখ্যা৷ আসানসোলের হিরাপুর ধরমপুর প্রাথমিক বিদ্যালয়ের চেহারায় পরিবর্তন আনলেন প্রধান শিক্ষিকা ডঃ অর্চনা কুমারী ৷

spl_archana
প্রধান শিক্ষিকা ডঃ অর্চনা কুমারী

By

Published : Mar 6, 2020, 2:36 PM IST

আসানসোল, 6 ফেব্রুয়ারি: স্বপ্ন ছিল, প্রধান শিক্ষিকা হিসেবে নিযুক্ত হলে স্কুলের কিছু পরিকাঠামোগত পরিবর্তন করবেন৷ আর প্রধান শিক্ষিকা হিসেবে নিযুক্ত হওয়ার পর পূরণ করলেন সেই স্বপ্নও৷ সরকারি স্কুলকে গড়ে তুললেন একেবারে মডেল স্কুল হিসেবে৷ তিনি ডঃ অর্চনা কুমারী৷ আসানসোলের হিরাপুর ধরমপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হিসেবে কর্মরত৷

চাকরিতে যোগ দেওয়ার পর থেকেই স্কুলের ভোলবদলের কথা ভাবেন অর্চনা৷ একাধিক সরকারি দপ্তরে আবেদন করেও তেমনভাবে সাড়া মেলেনি৷ এরপর নিজের জমানো টাকা দিয়ে শুরু করেন কাজ৷ ধাপে ধাপে স্কুলের ভোলবদলের কাজ শুরু করেন তিনি৷ স্কুলের রং বদলান৷ এরপর স্কুলের দেওয়ালে আঁকেন বিভিন্ন ধরনের ছবি৷ ঝুলন্ত বাগান থেকে শুরু করে উন্নত শৌচাগার পর্যন্ত তৈরি করেন তিনি৷ ধরমপুর প্রাথমিক বিদ্যালয়কে তিনি একেবারে মডেল স্কুল বানিয়ে ফেলেছেন ৷ অর্চনা কুমারী যখন এই স্কুলের দায়িত্ব নেন তখন পড়ুয়ার সংখ্যা ছিল মাত্র 270 ৷ বর্তমানে সেখানে ছাত্রসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 430৷ দিন দিন বেড়েই চলেছে পড়ুয়ার সংখ্যা৷

দেখুন সেই স্কুলের ভিডিও

স্কুলের প্রধান শিক্ষিকার এই উদ্যোগে খুশী সহকর্মীরাও৷ কাজল মাজি নামে এক শিক্ষক বলেন, "অনেকদিন ধরেই এই স্কুলে চাকরি করছি৷ আগের যাঁরা প্রধান শিক্ষক ছিলেন তাঁরা গতানুগতিকভাবেই স্কুল চালিয়ে নিয়ে যাওয়ার জন্য যতটুকু দরকার ততটুকুই করতেন৷ কিন্তু, অর্চনা কুমারী স্কুলকে ভালোবেসে নিজে উদ্যোগ নিয়ে যা করেছেন তা অনস্বীকার্য৷"

প্রধান শিক্ষিকার এই উদ্যোগে খুশি স্কুলের পড়ুয়ারাও৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details