পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সবুজসাথি প্রকল্পে সাইকেল দেওয়ার জন্য টাকা নিচ্ছে স্কুল, অভিযোগ - student

ছাত্র-ছাত্রীদের সবুজসাথি প্রকল্পের সাইকেল দেওয়ার জন্য টাকা নিচ্ছে স্কুল ৷ এমনই অভিযোগ উঠল আসানসোলের কুলটির মিঠানী উচ্চ বিদ্যালয়ের বিরুদ্ধে৷

সবুজ সাথী প্রকল্পের সাইকেল

By

Published : Sep 17, 2019, 5:47 PM IST

Updated : Sep 17, 2019, 6:02 PM IST

আসানসোল , 17 সেপ্টেম্বর : সবুজসাথি প্রকল্পের সাইকেল এসেছে স্কুলে । কিন্তু সেই সাইকেল নেওয়ার জন্য প্রতি ছাত্র-ছাত্রীদের দিতে হচ্ছে 40 টাকা ৷ এমনই অভিযোগ উঠল আসানসোলের কুলটি মিঠানী উচ্চ বিদ্যালয়ের বিরুদ্ধে ।

আজ ওই স্কুলে 300 টি সাইকেল আসে ৷ যার মধ্যে 195 টি সাইকেল ছাত্র-ছাত্রীদের দেওয়া হয়েছে ৷ এই সাইকেল তারাই পেয়েছে যারা 40 টাকা করে দিতে পেরেছে । যারা দিতে পারেনি তাদেরকে সাইকেল দেয়নি স্কুল কর্তৃপক্ষ ৷ অভিযোগ, অনেক ছাত্র-ছাত্রীকে স্কুল চলাকালীন মাঝপথে বাড়ি গিয়ে টাকা আনতে হয়েছে ।

কিন্তু কেন এমন ঘটনা? স্কুল কর্তৃপক্ষ কিসের জন্য টাকা নিয়েছে? মিঠানী স্কুলের প্রধান শিক্ষক বৃন্দাবন পালকে এই প্রশ্ন করতে গেলে তিনি কিছুটা মজাজ হারিয়ে বলেন, তিনি কোনও উত্তর দিতে চান না ৷

দেখুন ভিডিয়ো

অভিযোগ, ছাত্র-ছাত্রীদের বলা হয়েছে, প্রকল্পের সাইকেল স্কুলে নিয়ে আসার খরচটুকুই শুধু নেওয়া হচ্ছে তাদের থেকে । হিসেব মতো 40 টাকা করে যদি প্রতি সাইকেল পিছু নেওয়া হয়, তাহলে 300 টি সাইকেলের ক্ষেত্রে মোট খরচ 12 হাজার টাকা ৷ প্রশ্ন উঠছে তিনটি ভ্যানের ভাড়া কী তবে 12 হাজার টাকা? যদিও এর কোনও উত্তর মেলেনি ।

Last Updated : Sep 17, 2019, 6:02 PM IST

ABOUT THE AUTHOR

...view details