দুর্গাপুর, 20 মেঃ রাজ্যে কার্যত লকডাউন পরিস্থিতি ৷ রাজ্যে সংক্রমণ রুখতে বন্ধ রাখা হয়েছে পরিবহণ ব্যবস্থা ৷ যার জেরে ভুগতে হচ্ছে স্বাস্থ্যকর্মীদের ৷ এই পরিস্থিতিতে পানাগড় ব্লক স্বাস্থ্যকেন্দ্রের আধিকারিক ও দুর্গাপুর পূর্ব বিধানসভার বিধায়ক প্রদীপ মজুমদারের উদ্যোগে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার তরফে কাঁকসার স্বাস্থ্যকর্মীদের যাতায়াতের সুবিধার জন্য চালু করা হল বাস পরিষেবা ৷ গতকাল থেকে এই পরিষেবা চালু করা হয়েছে ৷ সকাল পৌনে ন'টা থেকে স্বাস্থ্যকর্মীদের এই পরিষেবা মিলবে ৷
পানাগড় ব্লক স্বাস্থ্যকেন্দ্রের আধিকারিক ডা. বিপ্লব মণ্ডলের উদ্যোগে কাঁকসা ব্লকের স্বাস্থ্যকর্মীদের জন্য এই বাস পরিষেবার আয়োজন করা হয়েছে ৷ সকাল থেকে রাত পর্যন্ত একটি রুটে মোট দু‘টি বাস চলবে ৷ এই পরিষেবা মিলবে মলানদীঘি, বিদবিহার, বনকাটি, কাঁকসা, ত্রিলোকচন্দ্রপুর এবং আমলাজোড়া এলাকায় ৷ জানা গিয়েছে, দুর্গাপুরের বিভিন্ন প্রান্ত থেকে স্বাস্থ্যকর্মীদের একে একে তুলে স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছে দেওয়া হবে ৷ ফের স্বাস্থ্যকর্মীদের সময়মতো বাড়ি পৌঁছে দেওয়ারও ব্যবস্থা থাকবে ৷