দুর্গাপুর, 7 অগস্ট: দুর্গাপুর স্টেশনে বন্দে ভারত এক্সপ্রেসের স্টপেজ চেয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কাছে দরবার করলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ ৷ তিনি রেলমন্ত্রীর কাছে লিখিত আবেদন জানিয়েছেন ৷
এ বিষয়ে বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খান ইটিভি ভারতকে জানালেন, "এই রাজ্যের অন্যতম প্রধান শহর দুর্গাপুর । শুধুমাত্র শিল্প কল-কারখানা নয়, দুর্গাপুর বিভিন্নভাবে এখন মানুষকে বহু পরিষেবা দিয়ে চলেছে । দুর্গাপুরের মানুষের আবেগকে তাই মর্যাদা দিয়ে আমি রেলমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছি । আমি আশাবাদী, বন্দে ভারত চালু হলে দুর্গাপুরে এই ট্রেন থামবে । শুধু দুর্গাপুর নয়, এতে উপকৃত হবেন পুরো জেলার বহু মানুষ ।"
খুব শীঘ্রই হাওড়া-পটনা রুটে চালু হতে চলেছে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন । গত শনিবার বন্দে ভারতের ট্রায়াল রানে প্রবল গতিতে দুর্গাপুর স্টেশন দিয়ে গিয়ে দাঁড়ায় আসানসোলে । দুর্গাপুর-সহ পার্শ্ববর্তী বাঁকুড়া জেলার বহু মানুষ হতাশ দৃষ্টিতে ঝাঁ চকচকে গতিময় বন্দে ভারত ট্রেন চোখের দেখা দেখেন দুর্গাপুর স্টেশনে । দুর্গাপুরবাসী বঞ্চনার আওয়াজ তোলেন । বন্দে ভারত যে দিন ট্রায়াল রান হয়, সে দিন বাঁকুড়া জেলা থেকেও বহু মানুষ এই ট্রেন দেখার জন্য উপস্থিত হয়েছিলেন আসানসোল স্টেশনে । তাই বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ এ বার সরব হলেন, বন্দে ভারতকে দুর্গাপুর স্টেশনে দাঁড়় করানোর দাবিতে । দুর্গাপুরে বন্দে ভারত যাতে স্টপেজ দেয়, সেই জন্য রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে লিখিত আবেদন জমা দেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ ।