পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আলুওয়ালিয়াকে 'জামাই' বলে কটাক্ষ সংঘমিতার - নির্বাচনী প্রচার

আলুওয়ালিয়াকে 'জামাই' বলে কটাক্ষ করলেন মমতাজ সংঘমিতা।

মমতাজ সংঘমিতা

By

Published : Apr 7, 2019, 11:54 PM IST

বর্ধমান, 7 এপ্রিল : "সাধারণত জামাইয়ের ব্যাপারটা হল, জামাই শ্বশুরবাড়ি এল, খেল, চলে গেল। কিন্তু জামাই চায় শ্বশুরবাড়ি ক্যাপচার করতে। সেটা আবার কেউ পছন্দ করে না।" এস এস আলুওয়ালিয়াকে 'জামাই' বলে কটাক্ষ করলেন দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মমতাজ সংঘমিতা।

আজ দুর্গাপুর লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়ার নাম ঘোষণা করা হয়। তিনি আসানসোলের বাসিন্দা। রানিগঞ্জের T D B কলেজে পড়াশোনা করতেন। দুর্গাপুরের গোপালমাঠের মণিকা ব্যানার্জির সঙ্গে তাঁর বিয়ে হয়। সেই সূত্রে দুর্গাপুরের বাসিন্দাদের কাছে তিনি 'জামাই' বলে পরিচিত।

নির্বাচনী প্রচারে তৃণমূল প্রার্থী

তাই আজ দুর্গাপুরের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কাঁকসার সিলামপুরে প্রচারে এসে আলুওয়ালিকে 'জামাই' বলে কটাক্ষ করেন। তিনি বলেন, "জামাই শ্বশুরবাড়ি ক্যাপচার করতে চাইলে কেউ পছন্দ করে না। তাই ওকে প্রতিদ্বন্দ্বী ভাবছি না।"

ABOUT THE AUTHOR

...view details