পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Wall of Death Show in Asansol: চাকায় শাড়ির আঁচল আটকেই বিপত্তি, মরণকূপের দুর্ঘটনায় বন্ধ মেলা - Wall of Death Show in Asansol

পশ্চিম বর্ধমানের আসানসোলের সালানপুরে মরণকূপে বাইক দুর্ঘটনায় 9 জন আহত হন ৷ তাদের মধ্যে 2 জন শিশু ৷ এই ভয়ঙ্কর দুর্ঘটনার জেরে বন্ধ করে দেওয়া হয়েছে মেলা (Wall of Death Stunt accident in Asansol Fair) ৷

Accident
মেলায় দুর্ঘটনা

By

Published : Feb 14, 2023, 4:05 PM IST

আসানসোলের সালানপুরে মরণকূপে মোটর সাইকেল দুর্ঘটনা

সালানপুর, 14 ফেব্রুয়ারি: মেলায় ভয়াবহ দুর্ঘটনা ৷ রবিবার রাতে পশ্চিম মেদিনীপুরের সালানপুরে মুক্তাইচণ্ডী মেলায় দুর্ঘটনা ঘটে ৷ মেলায় মত কা কুয়ায় মোটর সাইকেল নিয়ে ঘুরছিলেন খিলাড়ি ৷ সেই রুদ্ধশ্বাস খেলা দেখতে ভিড় জমেছিল মত কা কুয়ার চারপাশে ৷ রেলিং ধরে নীচের দিকে ঝুঁকে একমনে তাকিয়ে ছিলেন অনেকে ৷ তখন কোনও এক মহিলা দর্শকের শাড়ির আঁচল মোটরসাইকেলের চাকায় আটকে যায় ৷ এর ফলে মোটরবাইক থেকে পড়ে যান চালক ৷ আর ঘূর্ণায়মান মোটরবাইকটি 'মত কা কুয়া' থেকে বাইরে বেরিয়ে আসে ৷ এই ঘটনায় 9 জন আহত হন ৷ এর ফলেই মেলা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে জমজমাট ছিল সালানপুরের মুক্তাইচণ্ডী মেলার ৷ মত কা কুয়া, বাংলায় যা মরণকূপে বহু মানুষ এসেছিল ৷ দ্রুতগতিতে ঘুরছিল মোটর সাইকেল ৷ হঠাৎ একটি মোটর সাইকেল থেকে এক চালক ছিটকে পড়ে কুয়োর মধ্যে ৷ আর বাইকটি ঘুরতে থাকে ৷ এই ঘটনায় 9 জন জখম হন ৷ এর মধ্যে দু'জন শিশু এবং এক মহিলা আছেন ৷ এখন জখম সবার অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে ৷ এই ঘটনার পর মেলা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় মেলা কর্তৃপক্ষ ৷ মুক্তাইচণ্ডী আনন্দমেলা কর্তৃপক্ষ মেলায় আগত সব দোকানপাট, নাগরদোলা, সবাইকে উঠে যাওয়ার নির্দেশ দিয়েছেন ৷

আরও পড়ুন: মেলায় মরণ কূপ থেকে বাইক ছিটকে পড়ল বাইরে, আহত শিশু-সহ 9

কীভাবে ঘটল এই দুর্ঘটনা ?

মেলা কমিটির সদস্য তপন মাহাতা জানান, ঘূর্ণায়মান মোটরসাইকেলের চাকায় কোনও দর্শকের শাড়ি আটকে গিয়েছিল, যার জেরে এই দুর্ঘটনা ৷ চালক ছিটকে পড়তেই মোটর সাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ৷ এরপর ঘুরতে ঘুরতে সেটি দর্শকদের মাঝে গিয়ে পড়ে ৷ এই ঘটনায় আতঙ্কিত হয়ে চিৎকার করতে শুরু করে মরণকূপ দেখতে আসা মানুষজন ৷ মেলার মধ্যে হুড়োহুড়ি পড়ে যায় ৷ সালানপুর থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷ পুলিশ ওই মরণকূপ স্টান্ট গেমের ম্যানেজারকে আটক করেছে ৷

মেলার মাঠে খোলা এলাকায় এই মত কা কুয়া স্টান্ট গেম কতটা নিরাপদ, তা নিয়ে প্রশ্ন উঠছে ৷ সার্কাসে যেমন খাঁচা থাকে, সেরকম ঢেকে রাখার ব্যবস্থা করা হোক ৷ অন্যদিকে মেলায় ঘটে যাওয়া দুর্ঘটনার পরে মুক্তাইচণ্ডী মেলা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মেলা কমিটি ৷ মেলা কমিটির পক্ষ থেকে তপন মাহাতা বলেন, "পুলিশ এবং প্রশাসনের সঙ্গে আলোচনা করে মেলা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ মেলায় আসা দোকানপাট ও নাগরদোলা-সহ অন্য দোলনা ও খেলার সামগ্রীর লোকজনকে জিনিসপত্র খুলে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ৷"

ABOUT THE AUTHOR

...view details