সালানপুর, 14 ফেব্রুয়ারি: মেলায় ভয়াবহ দুর্ঘটনা ৷ রবিবার রাতে পশ্চিম মেদিনীপুরের সালানপুরে মুক্তাইচণ্ডী মেলায় দুর্ঘটনা ঘটে ৷ মেলায় মত কা কুয়ায় মোটর সাইকেল নিয়ে ঘুরছিলেন খিলাড়ি ৷ সেই রুদ্ধশ্বাস খেলা দেখতে ভিড় জমেছিল মত কা কুয়ার চারপাশে ৷ রেলিং ধরে নীচের দিকে ঝুঁকে একমনে তাকিয়ে ছিলেন অনেকে ৷ তখন কোনও এক মহিলা দর্শকের শাড়ির আঁচল মোটরসাইকেলের চাকায় আটকে যায় ৷ এর ফলে মোটরবাইক থেকে পড়ে যান চালক ৷ আর ঘূর্ণায়মান মোটরবাইকটি 'মত কা কুয়া' থেকে বাইরে বেরিয়ে আসে ৷ এই ঘটনায় 9 জন আহত হন ৷ এর ফলেই মেলা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ ৷
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে জমজমাট ছিল সালানপুরের মুক্তাইচণ্ডী মেলার ৷ মত কা কুয়া, বাংলায় যা মরণকূপে বহু মানুষ এসেছিল ৷ দ্রুতগতিতে ঘুরছিল মোটর সাইকেল ৷ হঠাৎ একটি মোটর সাইকেল থেকে এক চালক ছিটকে পড়ে কুয়োর মধ্যে ৷ আর বাইকটি ঘুরতে থাকে ৷ এই ঘটনায় 9 জন জখম হন ৷ এর মধ্যে দু'জন শিশু এবং এক মহিলা আছেন ৷ এখন জখম সবার অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে ৷ এই ঘটনার পর মেলা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় মেলা কর্তৃপক্ষ ৷ মুক্তাইচণ্ডী আনন্দমেলা কর্তৃপক্ষ মেলায় আগত সব দোকানপাট, নাগরদোলা, সবাইকে উঠে যাওয়ার নির্দেশ দিয়েছেন ৷
আরও পড়ুন: মেলায় মরণ কূপ থেকে বাইক ছিটকে পড়ল বাইরে, আহত শিশু-সহ 9