দুর্গাপুর ,2 মে : কোরোনা তথ্য নিয়ে এবার কেন্দ্র ও রাজ্য সরকারকে কটাক্ষ করলেন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেত্রী ঐশী ঘোষ । আজ দুর্গাপুরে ত্রাণ বিলি করতে এসে ঐশী বলেন, "কোরোনা নিয়ে কেন্দ্র ও রাজ্য সরকার তথ্য গোপন করছে । আর এর জেরে বেশি গুজব ছড়াচ্ছে সোশাল মিডিয়ায় ।"
আজ দুর্গাপুরের কোকওভেন থানা এলাকার গ্রাফাইট কারখানার সামনে বামপন্থী শ্রমিক সংগঠন CITU- র তরফে কারখানা সংলগ্ন 200 টি দরিদ্র পরিবারের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয় । এই ত্রাণ সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন বামপন্থী ছাত্র সংগঠনের নেত্রী ঐশী ঘোষ । কেন্দ্র ও রাজ্য সরকারকে কটাক্ষ করে ঐশী বলেন, " কোরোনা নিয়ে দুই সরকারকে তথ্য গোপন করতে দেখা যাচ্ছে । সেজন্যই সোশাল মিডিয়ায় আরও বেশি করে গুজব ছড়াচ্ছে। আর কোনটা ঠিক কোনটা গুজব তা মানুষ বুঝতে পারছেন না । কোরোনা সংক্রমণে মৃত্যুর ঘটনা লুকোনোর পেছনে কী যুক্তি আছে?" MR বাঙুরের প্রসঙ্গ তুলে ঐশী ঘোষের বক্তব্য, "সব বিষয়কে গুরুত্ব দিয়ে দেখতে হবে । । নাহলে সংক্রমণ ঠেকানো যাবে না ।"