পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কয়লা খনির ছাদ চাপা পড়ে মৃত শ্রমিক, উত্তেজনা ECL-এর খনি চত্বরে - কয়লা খনির ছাদ চাপা পড়ে মৃত ECL কর্মী

শ্রমিকদের অভিযোগ, খনিতে নিরাপত্তা নেই ৷ শ্রমিকদের দাবি, তাঁরা বারবার এই বিষয়ে কর্তৃপক্ষকে জানালেও সেই কথায় কর্ণপাত করা হয়নি ।

roof of the coal mine collapsed
roof of the coal mine collapsed

By

Published : Oct 27, 2020, 4:02 PM IST

দুর্গাপুর, 27 অক্টোবর : মঙ্গলবার অন্যদিনের মতোই অন্ডালের পড়াসকোল ইস্ট কলিয়ারির খনিতে নেমে কাজ করছিলেন কয়েকজন শ্রমিক । হটাৎ সকাল সাড়ে এগারোটা নাগাদ খনির কয়লার একটি বিশাল ছাদ ভেঙে পড়ে । এই ঘটনায় 3 জন খনি শ্রমিক গুরুতর জখম হন । তাঁদের মধ্যে গোপাল গোপ নামের (42) এক শ্রমিকের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ৷

মৃত শ্রমিক খনির ছাদ ভাঙা কয়লার চাঙাড়ের তলায় চাপা পড়ে মারা যান । দুর্ঘটনার খবর জানাজানি হতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে খনি চত্বরে । খনির শ্রমিকরা জানান, কোলিয়ারি কর্তৃপক্ষের গাফিলতির কারণেই দুর্ঘটনা ঘটেছে । শ্রমিকদের অভিযোগ, খনিতে নিরাপত্তা নেই বললেই চলে ৷ খনি শ্রমিকদের দাবি, তাঁরা বারবার এই বিষয়ে কর্তৃপক্ষকে জানালেও সেই কথায় কর্ণপাত করা হয়নি । আজকের ঘটানাটির জন্য ECL কর্তৃপক্ষকেই দায়ি করছেন তাঁরা ।

খনি শ্রমিক ও শ্রমিক সংগঠনের দাবি, মৃত শ্রমিকের পরিবারের একজনের চাকরি আজকেই লিখিতভাবে নিশ্চিত করতে হবে ৷ যতদিন না খনির নিচে নিরাপত্তা সুনিশ্চিত হচ্ছে ততদিন বন্ধ থাকবে কাজ ।

ABOUT THE AUTHOR

...view details