Raniganj Robbery: রানিগঞ্জে ই-কমার্স সাইটের অফিসে কর্মচারীর কানে আগ্নেয়াস্ত্র, লুটের অভিযোগ - ই কমার্স সাইটের অফিসে টাকা লুঠ
রানিগঞ্জের ই-কমার্স সাইটের অফিসে কর্মচারীকে আগ্নেয়াস্ত্র দিয়ে ভয় দেখিয়ে লুট হল টাকা ৷ তদন্তে নেমেছে পুলিশ (Loot in Ecommerce Site Office) ৷
রানিগঞ্জ, 11 জানুয়ারি: ই-কমার্স সাইটের অফিসে টাকা লুঠ ৷ কর্মচারীর কানে বন্দুক ঠেকিয়ে টাকা লুঠের অভিযোগ উঠল ৷ মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে রানিগঞ্জ 34 নম্বর ওয়ার্ডের রামবাগান এলাকায় ৷ অন্যদিকে ই-কমার্স দফতরের কর্মচারীকে একটি ঘরের ভিতরে দরজা বন্ধ করে পালিয়ে যায় দুষ্কৃতীরা ৷ খবর পেয়ে ঘটনাস্থলে রানিগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছেছে ৷ ই-কমার্স অফিসের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ ৷ ঘটনার তদন্তে নেমেছে রানিগঞ্জ থানার পুলিশ ৷ এই ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে রানিগঞ্জের রামবাগান এলাকায় ৷ যদিও এই মুহূর্তে লুঠের টাকার অঙ্ক এখনও সঠিক জানা যায়নি ৷ দুষ্কৃতীদের ধরার উদ্দেশ্যে রানিগঞ্জের বিভিন্ন সীমা ভর্তি এলাকায় নাকা তল্লাশি শুরু করেছে পুলিশ (Raniganj E-commerce Site Office Loot) ৷