পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Landslide: নুনিয়া নদীর জলস্তর বাড়ায় ধসে গেল রানীগঞ্জ-আসানসোল সংযোগকারী 3টি রাস্তা - নুনিয়া নদী

টানা বৃষ্টিতে রানীগঞ্জের নুনিয়া নদীর জলস্তর বেড়ে বিপত্তি ৷ ধসে গেল রানীগঞ্জ এবং আসানসোলের মধ্যে যাতায়াতের 3টি গুরুত্বপূর্ণ রাস্তা ৷ আর এর জেরে ব্যাপক সমস্যায় পড়েছেন স্থানীয়রা ৷ আজ প্রশাসনিক কর্তা এবং জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে গিয়ে ধসে যাওয়া রাস্তার পরিস্থিতি পরিদর্শন করেন ৷

Roads Transport Collapsed Between Raniganj-Asansol for Landslide in Raniganj
নুনিয়া নদীর জলস্তর বাড়ায় ধসে গেল রানীগঞ্জ-আসানসোল সংযোগকারী 3টি রাস্তা

By

Published : Oct 1, 2021, 7:35 PM IST

আসানসোল, 1 অক্টোবর : অতিবৃষ্টিতে নাজেহাল আসানসোলের রানীগঞ্জ ৷ অতিরিক্ত বৃষ্টিতে নুনিয়া নদীর জলস্তর বেড়ে গিয়ে রানীগঞ্জের 3টি সেতু ভাঙার খবর জানা গিয়েছে ৷ সেগুলি হল হাড়াভাঙা সেতু, পুরানমহল সেতু ও ডামালিয়া সেতু ৷ আর তাঁর জেরেই আসানসোল ও রানীগঞ্জের মধ্যে যোগাযোগের প্রায় সব রাস্তাই বন্ধ হয়ে গিয়েছে বলে খবর ৷ সেতু ভেঙে যাওয়ায় রানীগঞ্জ বাইপাস বন্ধ হয়ে গিয়েছে ৷

আরও পড়ুন : Flood Situation: মমতার ‘ম্যান মেড বন্যা’ তত্ত্বে আদালতে যাওয়ার পরামর্শ অধীরের

লাগাতার বৃষ্টিতে জলস্তর বেড়েছে রানীগঞ্জের নুনিয়া নদীতে ৷ আর তার জেরে এবার বিপর্যস্ত রানীগঞ্জের জনজীবন ৷ সেতু ভেঙে রানীগঞ্জ ও আসানসোলের মধ্যে যোগাযোগ বন্ধ হয়ে গিয়েছে ৷ রানীগঞ্জের হাড়াভাঙা সেতু, পুরানমহল সেতু ও ডামালিয়া সেতু ধসে গিয়েছে ৷ আর তার জেরে স্থানীয় জনজীবন ব্যহত হয়ে পড়ে ৷ রানীগঞ্জ এবং আসানসোলের মধ্যে যান চলাচলও বন্ধ হয়ে গিয়েছে ৷ ফলে সমস্যায় পড়েছেন স্থানীয়রা ৷ বিশেষ করে সমস্যায় পড়েছেন চাকুরিজীবীরা ৷ যাঁদের খুব দরকার, তাঁরা প্রায় 10 কিলোমিটার পথ ঘুরে যাতায়াত করছেন ৷ এদিন তিনটি সেতুর পরিস্থিতি খতিয়ে দেখেন রানীগঞ্জ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক এবং রানীগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি ৷ দ্রুত ধসে যাওয়া রাস্তা মেরামতের আশ্বাস দিয়েছে প্রশাসন ৷

আরও পড়ুন : Mamata Banerjee: রাজ্যকে না-জানিয়ে ডিভিসি জল ছাড়ায় ফের ম্যানমেড বন্যার তত্ত্ব মমতার

ABOUT THE AUTHOR

...view details