পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কাল আসছেন মমতা, আজ জলের দাবিতে রাস্তা অবরোধ বিধাননগরে - tmc

বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের নির্বাচনের বাকি আর মাত্র চার দিন । আগামীকাল তাই দুর্গাপুরের বিধাননগরে ভোটপ্রচারে আসছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তার ২৪ ঘণ্টা আগে সেই বিধাননগরের HUDCO মোড়ে পানীয় জলের দাবিতে পথ অবরোধ ওই এলাকার বেশকিছু আবাসনের মহিলাদের ।

রাস্তা অবরোধ বিধাননগরে

By

Published : Apr 24, 2019, 1:40 PM IST

দুর্গাপুর, 24 এপ্রিল : জলের দাবিতে মহিলারা রাস্তা অবরোধ করলেন কলসি, বালতি নিয়ে । ঘটনাটি দুর্গাপুরে বিধাননগরের HUDCO মোড়ের । অবরোধকারীদের দাবি যে তারা দীর্ঘ দু'বছর যাবত পানীয় জল সমস্যায় ভুগছেন । তবে সমস্যা মেটেনি এখনও । আন্দোলনকারীদের দাবি একপ্রকার বাধ্য হয়ে পথে নেমেছেন তাঁরা । সমস্যা না মিটলে তাঁরা ভোট দেবেন না বলে জানান । এই অবরোধের জেরে রাস্তায় আটকে পড়ে বেশ কিছু মিনিবাস ও বহু গাড়ি । ঘটনাস্থানে পৌঁছায় নিউ টাউনশিপ থানার পুলিশ । ঘটনাস্থানে যান 27 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর ছবি নন্দী । তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান আন্দোলনকারীরা । পরে ঘটনাস্থানে যান জল দপ্তরের মেয়র পারিষদ পবিত্র চট্টোপাধ্যায়ও ।

এদিকে বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে নির্বাচনের বাকি আর মাত্র চার দিন । আগামীকাল তাই দুর্গাপুরের বিধাননগরে ভোটপ্রচারে আসছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তার ২৪ ঘণ্টা আগে পানীয় জলের দাবিতে পথ অবরোধ ওই এলাকার বেশকিছু আবাসনের মহিলাদের । এই প্রসঙ্গে দুর্গাপুর নগরনিগমের মেয়র পারিষদ (জল) পবিত্র চ্যাটার্জির দাবি, "আমি শুনলাম ওরা বলেছে, দু'বছর ধরে জল পাচ্ছে না । তাহলে কোনও লিখিত অভিযোগপত্র জমা দিল না কেন ?" পাশাপাশি তিনি প্রশ্ন তোলেন, "ভোটের আগে কোনও বিশেষ রাজনৈতিক দলের উস্কানিতেই কি এই অবরোধ ?"

বিধাননগরেরই বাসিন্দা CPI(M)-এর পশ্চিম বর্ধমান জেলা কমিটির সদস্য পঙ্কজ রায় সরকার বিষয়টি প্রসঙ্গে বলেন, "এর মধ্যে উনি CPগ(M)-এর উস্কানি কি করে দেখলেন ? প্রচারে তো ওঁরা বলছেন, CPI(M)-কে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে পাওয়া যাচ্ছে না ।"

ABOUT THE AUTHOR

...view details