পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

9 মাস ধরে বন্ধ পরিশ্রুত পানীয় জল, প্রতিবাদে পথ অবরোধ দুর্গাপুরে - Demand of Drinking Water

পানীয় জলের দাবিতে এবার পথ অবরোধে নামলেন দুর্গাপুরের ইচ্ছাপুর গ্রাম পঞ্চায়েতের আমলৌকা গ্রামের বাসিন্দারা ৷ তাঁদের অভিযোগ, প্রায় 9 মাস ধরে জনস্বাস্থ্য কারিগরি দফতরের পাইপ লাইনে জল আসছে না ৷ ফলে দূর-দূরান্ত থেকে পানীয় জল আনতে হচ্ছে গ্রামবাসীদের ৷ প্রশাসনকে জানিয়েও কোনও সুরাহা না হওয়ায়, আজ তাঁরা পথ অবরোধে নেমেছেন বলে জানান গ্রামবাসীরা ৷

Road Block by Villagers in Ichhapur Durgapur for Demand of Drinking Water
9 মাস ধরে বন্ধ পরিশ্রুত পানীয় জল, প্রতিবাদে পথ অবরোধ দুর্গাপুরে

By

Published : Jul 18, 2021, 8:22 PM IST

দুর্গাপুর, ১৮ জুলাই : পরিশ্রুত পানীয় জলের দাবিতে এবার পথ অবরোধ করলেন দুর্গাপুরের ইচ্ছাপুর পঞ্চায়েতের আমলৌকা গ্রামের বাসিন্দারা ৷ অভিযোগ, গত 8-9 মাস পেরিয়ে গেলেও জনস্বাস্থ্য কারিগরি দফতরের বসানো পাইপ লাইনে জল পাওয়া যাচ্ছে না ৷ বিষয়টি গ্রাম পঞ্চায়েতকে বারবার জানানো হলেও, কোনও সুরাহা হয়নি ৷ বাধ্য হয়ে অনেক দূর থেকে জল বয়ে নিয়ে আসতে হচ্ছিল তাঁদের ৷ তাই এদিন পথ অবরোধের সিদ্ধান্ত নেন গ্রামবাসীরা ৷

জানা গিয়েছে, রাজ্য সরকারের ‘জলকন্য়া’ প্রকল্পে বাড়ি বাড়ি জলের কল বসানো হয়েছে ৷ সেই প্রকল্পের জেরে জলের চাহিদা বেড়ে গিয়েছে ৷ কিন্তু, সেই তুলনায় জল না থাকায় জলের ঘাটতি দেখা দিয়েছে ৷ ফলে জনস্বাস্থ্য কারিগরী দফতরের তরফে বসানো পাইপ লাইনে জল আসছে না ৷ ফলে আমলৌকা গ্রামের প্রায় 300টি পরিবারকে দূরদূরান্ত থেকে পানীয় জল বয়ে আনতে হচ্ছে ৷ এমনটাই জানিয়েছেন ইচ্ছাপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান উজ্জ্বল মণ্ডল ৷

অন্যদিকে পানীয় জল না পেয়ে রীতিমত ক্ষিপ্ত হয়ে উঠেছেন আমলৌকা গ্রামের বাসিন্দারা ৷ প্রতিবাদে আজ তাঁরা উখড়া থেকে ইচ্ছাপুর যাওয়ার অ্যারোসিটি রোড অবরোধ করেন ৷ গ্রামবাসীদের অভিযোগ, পানীয় জলের জন্য তাঁদের রোজ কয়েক কিলোমিটার পথ হাঁটতে হয় ৷ রোজ এভাবে কষ্ট করে পানীয় জল আনতে যাওয়া সম্ভব হচ্ছে না গ্রামবাসীদের পক্ষে ৷ আর তাই আজ সকাল থেকে পথ অবরোধে নামেন তাঁরা ৷ পরিস্থিতি সামাল দিতে ইচ্ছাপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আসরে নামেন ৷ তিনি আশ্বাস দিয়েছেন, দ্রুত এনিয়ে শীর্ষস্তরে কথা বলে পানীয় জলের সমস্যার সুরাহা তিনি করবেন ৷ তাঁর আশ্বাসের পরেই পথ অবরোধ তুলে নেয় গ্রামবাসীরা ৷

ABOUT THE AUTHOR

...view details