পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

জামুড়িয়ায় পর পর 4টি গাড়িতে ধাক্কা ট্রাকের, মৃত্যু মা-ছেলের - জামুরিয়া জাতীয় সড়কে দুর্ঘটনা,

ট্রাকটি দুর্গাপুরের দিকে যাচ্ছিল। হঠাৎই সেটি নিয়ন্ত্রণ হারিয়ে উলটো রাস্তায় ঢুকে পড়ে। পর পর চারটি গাড়িতে ধাক্কা মারে ৷ ঘটনায় একটি প্রাইভেট গাড়িতে থাকা একই পরিবারের ৫ জন বিপজ্জনকভাবে আটকে পড়েন৷

Jamuria road accident
জামুরিয়া

By

Published : Mar 9, 2020, 6:25 PM IST

Updated : Mar 9, 2020, 6:52 PM IST

রানিগঞ্জ, 9 মার্চ : নিয়ন্ত্রণ হারিয়ে পর পর চারটি গাড়িতে ধাক্কা একটি ট্রাকের ৷ দুর্ঘটনায় মা ও ছেলের মৃত্যু। আহত 10 জন। মৃতদের নাম রেখা মাসিব(54) ও চিরঞ্জীব মাসিব(29)। জামুড়িয়ায় 2 নম্বর জাতীয় সড়কের বোগড়া গ্রাম মোড়ে ঘটে দুর্ঘটনাটি। এঁদের মধ্যে গুরুতর অবস্থায় হাসপাতালে ভরতি করা হয় একই পরিবারের ৫ জনকে ৷ প্রথমে স্থানীয়রাই দুর্ঘটনাগ্রস্তদের উদ্ধার নামেন। গ্যাস কাটারের সাহায্যের গাড়িটিকে টুকরো টুকরো করার পর উদ্ধার করা হয় আহতদের । দুর্ঘটনার জেরে অবরুদ্ধ হয়ে পড়ে জাতীয় সড়ক।

স্থানীয়রা জানান, "আজ দুপুরে একটি লোহার রডবোঝাই ট্রাক আসানসোলের দিক থেকে দুর্গাপুরের দিকে আসছিল। হঠাৎই সেটি নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের উলটো দিকে ঢুকে পড়ে। এবং পর পর চারটি গাড়িতে ধাক্কা মারে।" প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, ওই ট্রাকটি প্রথমে অন্য একটি ট্রাকে ধাক্কা মারে। এরপর ধাক্কা মারে একটি প্রাইভেট গাড়িকে। এতে প্রাইভেট গাড়িটি দু'টি ট্রাকের মাঝে বিপজ্জনকভাবে আটকে পড়ে ৷ আটকে পড়েন ওই গাড়িতে থাকা একই পরিবারের ৫ জন।

প্রথমে স্থানীয়রা উদ্ধারে নামলেও, পরে জামুড়িয়া থানার পুলিশবাহিনী পৌঁছায় ঘটনাস্থানে ৷ গ্যাস কাটারের সাহায্যে প্রাইভেট গাড়িটিকে টুকরো টুকরো করে উদ্ধার করা হয় আহতদের। গুরুতর আহতদের রানিগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়েছে।

Last Updated : Mar 9, 2020, 6:52 PM IST

ABOUT THE AUTHOR

...view details