পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ট্রাকের ধাক্কায় যুবকের মৃত্যু ঘিরে উত্তেজনা কাঁকসায় - ট্রাকের ধাক্কায় যুবকের মৃত্যু

শুক্রবার সন্ধেয় কানে হেডফোন লাগিয়ে সাইকেলে চেপে ঘরে ফিরছিল বাসকোপা গ্রামের বাসিন্দা বছর সতেরোর গোপী বাউরি । দুরন্ত গতিতে আসানসোলের দিক থেকে আসা একটি ট্রাক ওই কিশোরকে ধাক্কা মারলে ঘটনাস্থানেই মৃত্যু হয় তার । এই দুর্ঘটনার পর উত্তেজিত স্থানীয় বাসিন্দারা জাতীয় সড়কের একটি লেন অবরোধ করে বিক্ষোভ শুরু করে দেয় । বন্ধ করে দেওয়া টোল প্লাজ়া । খবর পেয়ে ঘটনাস্থানে আসে পুলিশ ।

road accident at kanksa
যুবকের মৃত্যু ঘিরে উত্তেজনা

By

Published : Nov 29, 2019, 11:57 PM IST

কাঁকসা, 29 নভেম্বর : শুক্রবার সন্ধেয় কানে হেডফোন লাগিয়ে সাইকেলে চেপে ঘরে ফিরছিল বাসকোপা গ্রামের বাসিন্দা বছর সতেরোর গোপী বাউরি । দুরন্ত গতিতে আসানসোলের দিক থেকে আসা একটি ট্রাক ওই কিশোরকে ধাক্কা মারলে ঘটনাস্থানেই মৃত্যু হয় তার । এই দুর্ঘটনার পর উত্তেজিত স্থানীয় বাসিন্দারা জাতীয় সড়কের একটি লেন অবরোধ করে বিক্ষোভ শুরু করে দেয় । বন্ধ করে দেওয়া টোল প্লাজ়া । খবর পেয়ে ঘটনাস্থানে আসে পুলিশ । বোঝানোর চেষ্টা করে গ্রামবাসীদের । কিন্তু পুলিশকে ঘিরে ধরে পালটা ক্ষোভ প্রকাশ করতে থাকে স্থানীয়রা ।

এরপর উত্তেজিত স্থানীয়রা চলে আসে টোল প্লাজ়ার সামনে । শুরু হয় ভাঙচুর । গ্রামবাসীদের অভিযোগ, নিয়মিত টোল আদায় চলছে অথচ রাস্তাঘাটের সংস্কার নেই । যে ফুটব্রিজ করেছে তা পরিকল্পনা মাফিক না করাতে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে ।

টোলপ্লাজ়া হওয়ার পর থেকে 6টি বড় দুর্ঘটনা ঘটে গেলেও কোনওরকম তাপ-উত্তাপ নেই টোল প্লাজ়া কর্তৃপক্ষের । অভিযোগ, এত গুরুত্বপূর্ণ একটা রাস্তা অথচ ট্র্যাফিক পুলিশ ডিউটি করে না । আর বলতে গেলে উত্তর আসে, টোল কর্তৃপক্ষ টাকা দিচ্ছে না । এর জন্যই প্রতিনিয়ত দুর্ঘটনার সংখ্যা বাড়ছে ।

পুলিশ গ্রামবাসীদের বুঝিয়ে টোল প্লাজ়া অফিস থেকে ক্ষতিপূরণ নিয়ে আলোচনায় বসলেও অফিসের বাইরে তখন পুলিশ আর টোল প্লাজ়া কর্তৃপক্ষের বিরুদ্ধে বিক্ষোভ চলতে থাকে । সাধারণ মানুষের নিরাপত্তার প্রশ্নে আগে প্রতিশ্রুতি দিক প্রশাসন নচেৎ সারারাত এখানে বসে থাকবে বলে জানায় গ্রামবাসীরা । ব্যাপক উত্তেজনা থাকায় বাসকোপা টোল প্লাজ়া চত্বরে প্রচুর পুলিশ মোতায়ন রয়েছে । টোল প্লাজ়া কর্তৃপক্ষ জানিয়েছে, যে কোনও মৃত্যু দুঃখজনক ৷ কিন্তু টোল প্লাজ়া অফিস ভাঙচুর বা টোল আদায় বন্ধ করে দিয়ে তো কোনও সমস্যা মিটতে পারে না ।

দেখুন ভিডিয়ো...

ABOUT THE AUTHOR

...view details