আসানসোল, 22 ডিসেম্বর :জ্বালানির খরচ নেই ৷ মাথার ঘাম পায়ে ফেলে মানুষকে পাড়ায় পাড়ায়, অলিতে গলিতে পৌঁছে দেন রিকশাচালকরা ৷ তিন চাকার যানেই চলে তাঁদের রুটিরুজি ৷ তবে বেআইনি টোটো ও অটোর (people riding toto and auto) বাড়-বাড়ন্তে ক্রমেই অস্তিত্ব সংকটে সাইকেল রিকশার ৷
আসানসোল স্টেশন থেকে শুরু করে বাজার এলাকা, রাহা লেন কিমবা হটন রোড । একসময় শয়ে শয়ে রিকশা (Rickshaw pullers facing problem) থাকত । ছিল রিকশা ইউনিয়নও । শহরের বিভিন্ন পাড়া, পথ, অলি-গলিতে যাওয়ার জন্য একমাত্র ভরসা ছিল সাইকেল রিকশা ৷ কিন্তু গত কয়েক বছরে চিত্রটা পালটে গিয়েছে । যেখানে শয়ে শয়ে রিকশা থাকত, সেখানে আজ থাকে হাতে গোনা কয়েকটি । রিকশার বদলে বাজার দখল করেছে বেআইনি টোটো । সঠিক প্রশাসনিক নির্দেশিকা না থাকলেও রোজ লাফিয়ে লাফিয়ে বাড়ছে টোটোর সংখ্যা । আর ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে সাইকেল রিকশা । রিকশাচালকরা অনেকে টোটো কিনে পেশা বদল করেছেন । আর যাঁদের সেই সামর্থ নেই, তাঁরা এখনও প্যাডেলে পা রেখেই রিকশা টানছেন । কিন্তু এ ভাবে কতদিন ?
আরও পড়ুন:ট্যাক্সি ও বাইক ট্যাক্সির পর এবার চালু হল অ্যাপ ই-রিকশা