পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Asansol By Poll 2022 : আসানসোলে অগ্নিমিত্রার অগ্নিপরীক্ষা, প্রেস্টিজ ফাইটে হেভিওয়েটেই ভরসা বিজেপির - আসানসোলে অগ্নিমিত্রার অগ্নিপরীক্ষা

শেষবেলাতেও আসানসোলে বিজেপির হয়ে প্রচার সারছেন কেন্দ্রীয় মন্ত্রী, পড়শি রাজ্যের মুখ্যমন্ত্রীরা ৷ প্রচারে এসেছেন নারী ও শিশুকল্যাণ মন্ত্রকের মন্ত্রী স্মৃতি ইরানি, বিজেপি সাংসদ রবিশঙ্কর প্রসাদ থেকে শুরু করে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবও ৷ অগ্নিমিত্রার হয়ে ভিডিও বার্তায় প্রচার সেরেছেন মিঠুন চক্রবর্তী ৷ প্রত্যেকটি উপনির্বাচনে গোহারা হারের পর আসানসোল লোকসভা আসনের উপনির্বাচন পদ্মশিবিরের কাছে কার্যত প্রেস্টিজ ফাইট (BJP has to fight a tough contest in Asansol By Election) ৷

Asansol By Poll
আসানসোলে অগ্নিমিত্রার অগ্নিপরীক্ষা

By

Published : Apr 9, 2022, 1:45 PM IST

কলকাতা, 9 এপ্রিল : তিনদিন পর আসানসোল লোকসভার উপনির্বাচন । বাবুল সুপ্রিয়র ফেলে যাওয়া জুতোয় পা গলানো অগ্নিমিত্রার কাছে এই আসন ধরে রাখাই এখন বড় চ্যালেঞ্জ ৷ সাধারণত উপনির্বাচনের ক্ষেত্রে বড় মুখ এনে প্রচার করতে দেখা যায় না, তাও আবার জয়ী দলকে ৷ কিন্তু শেষবেলাতেও আসানসোলে বিজেপির হয়ে প্রচার সারছেন কেন্দ্রীয় মন্ত্রী, পড়শি রাজ্যের মুখ্যমন্ত্রীরা ৷ প্রচারে এসেছেন নারী ও শিশুকল্যাণ মন্ত্রকের মন্ত্রী স্মৃতি ইরানি, বিজেপি সাংসদ রবিশঙ্কর প্রসাদ থেকে শুরু করে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবও ৷ অগ্নিমিত্রার হয়ে ভিডিও বার্তায় প্রচার সেরেছেন মিঠুন চক্রবর্তী (Retain the Asansol seat is going to be challenge for BJP) ৷

2019 এর লোকসভা নির্বাচনে 1 লক্ষ 97 হাজার ভোটে তৃণমূল প্রার্থী মুনমুন সেনকে পরাজিত করেছিলেন বাবুল সুপ্রিয় । সেই সময় গোটা দেশজুড়ে চলছিল মোদি হাওয়া । ফলে অবাঙালি অধ্যুষিত আসানসোলে পদ্ম ফোটাতে বিশেষ বেগ পেতে হয়নি বিজেপিকে ৷ কিন্তু এবার ছবিটা অন্যরকম ৷ 2021 এর বিধানসভা নির্বাচনের পর মোদি হাওয়া স্তিমিত ৷ আসানসোল লোকসভার দক্ষিণ বিধানসভা বাদ দিয়ে সবকটি আসনই তৃণমূল দখল করেছে । পৌরনিগমের নির্বাচনেও বোর্ড গঠন করেছে তৃণমূল । এবার লোকসভা দখলের উদ্দেশ্যে শত্রুঘ্ন সিনহাকে প্রার্থী করেছে দল । শুধু বলিউড নয়, ‘বিহারী বাবু’ রাজনীতিতেও অত্যন্ত পরিচিত মুখ । অটলবিহারী বাজপেয়ীর আমলে কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন । ফলে তাঁকে প্রার্থী করে দল যে ‘ফাটকা’ খেলেনি তা মেনে নিচ্ছেন এলাকার অতি বড় বিজেপি সমর্থকও ৷

উপরন্তু, এই লোকসভা কেন্দ্রে অবাঙালি ভোট প্রায় 60 শতাংশ । যার মধ্যে অধিকাংশই বিহারী । সেইদিকে তাকিয়েই ‘বিহারী বাবু’কে টিকিট দিয়েছে তৃণমূল ৷ তবে, এই অবাঙালি ভোটের উপর ভর করেই 2019 সালে জিতেছিল বিজেপিও । এবারও এই ভোটব্যাঙ্ককেই টার্গেট করছে রাজ্যের শাসক-বিরোধী দুই পক্ষই ৷

বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক অমিত মালব্য ইতিমধ্যেই আসনটির জন্য একাধিক ব্লু-প্রিন্ট তৈরি করেছেন । এলাকার বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারির সঙ্গে দফায় দফায় বৈঠক করেছেন । সমস্ত বুথের পোলিং এজেন্টদের নিয়ে বিশেষ প্রশিক্ষণ শিবিরও করেছেন তিনি । অবাঙালি ভোটারদের মন জয়ে সমস্ত কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা দেওয়ারও প্রতিশ্রুতি দিয়ে গিয়েছেন বিজেপি নেতারা । বিধানসভা নির্বাচনে পর্যুদস্ত হওয়ার পর প্রত্যেকটি উপনির্বাচনেও গোহারা হেরেছে বিজেপি ৷ এই পরিস্থিতিতে আসানসোল লোকসভা আসনের উপনির্বাচন পদ্মশিবিরের কাছে কার্যত প্রেস্টিজ ফাইট ৷

আরও পড়ুন : আমি শত্রুঘ্নকে পরাজিত করেই সাংসদ হয়েছি, আসানসোলে কটাক্ষ রবিশঙ্করের

বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল বলেন, ‘‘আসানসোল লোকসভায় অনেক কাজই হয়েছে । তবে পানীয় জলের সমস্যা এখনও রয়েছে । এলাকায় বাকি কাজগুলি করতে চাই । আমি আসানসোলের ঘরের মেয়ে । তৃণমূল প্রার্থী তো বহিরাগত । ভোটে জিতলে তাঁকে আর খুঁজে পাওয়া যাবে না । সেটা সবাই জানে ৷ ফলে কোনও কঠিন লড়াই নয়, বিজেপি জয় শুধু সময়ের অপেক্ষা । বাবুল সুপ্রিয় আসনসোল মানুষের সঙ্গে বেইমানি করেছেন । এবারও আসানসোলের মানুষ বিজেপির সঙ্গেই থাকবে ৷"

ABOUT THE AUTHOR

...view details