পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কোরোনা আক্রান্তের চেয়ে সুস্থতার হার বাড়ল পশ্চিম বর্ধমানে - কোরোনা আক্রান্ত

পশ্চিম বর্ধমান জেলায় মোট 3 হাজার 348 জন আক্রান্ত হয়েছে । যার মধ্যে 2 হাজার 415 জন ইতিমধ্যে সুস্থ হয়ে উঠেছে ।

corona west Bardhaman
পশ্চিম বর্ধমানে

By

Published : Aug 28, 2020, 9:01 AM IST

আসানসোল, 28 অগাস্ট: পশ্চিম বর্ধমান জেলায় কোরোনায় আক্রান্তের থেকে সুস্থতার হার বাড়ল । প্রশাসনের তরফে জানানো হয়েছে, যত জন কোরোনায় আক্রান্ত হয়েছে তার থেকে বেশি রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছে । আর এতেই স্বস্তিতে জেলা প্রশাসন ।

গত কয়েকদিনে বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা । বৃহস্পতিবারও আক্রান্তের সংখ্যা অনেকটাই বেড়েছে । যদিও পশ্চিম বর্ধমান জেলায় নতুন করে কোরোনা আক্রান্তের চেয়ে সুস্থতার হার বেশি বলে জানা গেছে । জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পশ্চিম বর্ধমান জেলায় মোট 3 হাজার 348 জন আক্রান্ত হয়েছে যার মধ্যে 2 হাজার 415 জন ইতিমধ্যে সুস্থ হয়ে উঠেছে । বর্তমানে 900 জন চিকিৎসাধীন । বৃহস্পতিবার আরও 70 জন আক্রান্ত হয়েছে বলে খবর । এদিকে সেই দিনই 95 জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে । অর্থাৎ সুস্থতার হার আক্রান্তের চেয়ে বেশি।

এখনও পর্যন্ত 26 জনের মৃত্যুর খবর মিলেছে । দুর্গাপুরের স্পেশাল কোরোনা হাসপাতাল ছাড়াও জেলায় আরও পাঁচটি সেফহোম তৈরি করা হয়েছে, যেখানে কোরোনা রোগীদের চিকিৎসা চলছে । যাদের শারীরিক অবস্থার অবনতি হয়েছে তাদেরই দুর্গাপুরের কোরোনা হাসপাতালে পাঠানো হচ্ছে । যাদের উপসর্গ কম, সেফহোমে রেখেই তাদের চিকিৎসা করা হচ্ছে।

ABOUT THE AUTHOR

...view details