দুর্গাপুর, 8 সেপ্টেম্বর : রাজ্যে যে পরিকাঠামো রয়েছে, তার ভরসায় ‘দুয়ারে রেশন’ প্রকল্প চালু করা হলে, তা মুখ থুবড়ে পড়বে ৷ এমনটাই দাবি ‘অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন’-এর সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসুর ৷ বুধবার দুর্গাপুরে একটি বৈঠক ছিল রেশন ডিলারদের ৷ সেই বৈঠকেই উপস্থিত ছিলেন বিশ্বম্ভর ৷ সেখানেই রাজ্য় সরকারের ‘দুয়ারে রেশন’ প্রকল্প নিয়ে এই মন্তব্য করেন তিনি ৷ বিশ্বম্ভরের মতে, এই বিষয়ে তাড়াহুড়ো করা ঠিক হবে না ৷
আরও পড়ুন :Ration Problem : প্রযুক্তির গেরোয় রেশনে মিলছে না পণ্য, ক্ষুব্ধ উপভোক্তারা
একুশের বিধানসভা ভোটের প্রচার মঞ্চ থেকে দুয়ারে রেশন প্রকল্প চালু করার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) ৷ স্থির হয়েছে, আগামী 15 সেপ্টেম্বর থেকেই দুয়ারে রেশনের ‘পাইল্ট প্রজেক্ট’ শুরু করা হবে ৷ আর তা নিয়ে আলাপ-আলোচনা করতেই রাজ্যজুড়ে জেলায় জেলায় বৈঠক করছেন রেশন ডিলাররা ৷ দুর্গাপুরের বৈঠকে বিশ্বম্ভর জানান, মানুষের বাড়ি বাড়ি রেশন পৌঁছে দেওয়ার মতো পরিকাঠামো রেশন ডিলারদের হাতে নেই ৷ গ্রাহকদের বাড়িতে ন্যায্য মূল্যে খাদ্যপণ্য পৌঁছে দিতে হলে গাড়ি দরকার ৷ গাড়ি কিনতে পড়বে প্রায় চার লক্ষ টাকা ৷ এদিকে, রেশন ডিলারদের কমিশন ক্রমশ কমছে ৷ ফলে আয়ও কমছে ৷ তাই তাঁদের পক্ষে এই মুহূর্তে গাড়ি কেনা সম্ভব নয় ৷
এই যুক্তি মানতে নারাজ রাজ্যের খাদ্য মন্ত্রী রথীন ঘোষ ৷ তাঁর বক্তব্য, কোন ডিলার কোন গাড়িতে রেশন সরবরাহ করবেন, সেটা সম্পূর্ণ তাঁর নিজস্ব ব্যাপার ৷ এই বিষয়ে রাজ্য সরকার মাথা ঘামাবে না ৷ তাছাড়া, ডিলারদের গাড়ি কেনার জন্য গতিধারা প্রকল্পের আওতায় 1 লক্ষ টাকাও দেওয়া হবে ৷ তাই পরিকাঠামো নিয়ে যে অভিযোগ তুলছেন রেশন ডিলাররা, তা ধর্তব্যে আনতে চাইছে না রাজ্য ৷
এদিকে, গোটা বিষয়টি নিয়ে রাজ্যকে কটাক্ষ করতে ছাড়েননি বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) ৷ তাঁর অভিযোগ, দুয়ারে সরকার প্রকল্প এনে আসলে রেশন ব্যবস্থাটাকেই বেসরকারি হাতে বিক্রি করে দিতে চাইছে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের সরকার ৷ দু’দিন আগেই দুর্গাপুরে এসেছিলেন দিলীপ ৷ সেই সময় তিনি বলেন, গ্রাম বাংলার বেশিরভাগ মানুষই কাজের সন্ধানে দিনভর বাড়ির বাইরে থাকেন ৷ তাই তাঁদের বাড়িতে গিয়ে রেশন সরবরাহ করা সম্ভব নয় ৷ দিলীপের আশঙ্কা, বণ্টন না হওয়া এই রেশন সামগ্রীই পরে বেআইনিভাবে বিক্রি করে দেওয়া হবে ৷ এবং এর জেরেই পরবর্তীতে নাকি নামী কোনও সংস্থাকে রাজ্যের রেশনব্যবস্থা বেচে দেবে মমতা সরকার !
আরও পড়ুন :উত্তর 24 পরগনায় পরীক্ষামূলকভাবে চালু হল দুয়ারে রেশন প্রকল্প
লক্ষ্যণীয় বিষয় হল, এতদিন কেন্দ্রের মোদি সরকারকেই ‘বেচুবাবু’র সরকার বলে কটাক্ষ করে এসেছেন বিরোধীরা ৷ মমতাও এ নিয়ে বারবার বিঁধেছেন কেন্দ্র তথা বিজেপি-কে ৷ আর এবার সেই বিজেপি-রই রাজ্য সভাপতি পাল্টা মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের সরকারের বিরুদ্ধে সরকারি রেশনব্যবস্থাকে বেসরকারি হাতে তুলে দেওয়ার চেষ্টার অভিযোগ আনলেন ৷ দিলীপের এই বক্তব্য রাজনৈতিক আক্রমণ বলেই মত ওয়াকিবহাল মহলের ৷