দুর্গাপুর, 5 নভেম্বর:ধর্ষণে অভিযুক্ত বাউরি যুবক ৷ তার বিরুদ্ধে অভিযোগ তুলে নেওয়ার জন্য নির্যাতিতা নাবালিকার মাকে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে বাউরি সমাজেরই এক নেতার বিরুদ্ধে ৷ তবে এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে রবিবার পথে নামে বাউরি সমাজ ৷ এদিন সকালে দুর্গাপুর থানা এলাকার ভগৎ সিং মোড়ে পথ অবরোধ করা হয় । দুর্গাপুর থানার পুলিশ তাদের থানা এলাকার ঘটনা নয় বলে তাদেরকে সেখান থেকে সরিয়ে দেয় । এরপরেই বাউরি সমাজের প্রতিনিধিরা মিছিল করে আসে নিউ টাউনশিপ থানায় এলাকায় । দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয়ের সামনে রাস্তা অবরোধ করে তারা । পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়তে দেখা যায় বাউরি সমাজের নেতা কর্মীদের । পুলিশ এবং কমব্যাট ফোর্স এরপরেই বেপরোয়া লাঠিচার্জ শুরু করে । ছত্রভঙ্গ করে দেয় রাস্তা অবরোধকারীদের । আটক করা হয় বেশ কয়েকজনকে ।
চলতি মাসের 20 তারিখে দুর্গাপুরের নিউ টাউনশিপ থানা এলাকায় অবস্থিত একটি গ্রামে সাত বছরের এক নাবালিকাকে শারীরিক নিগ্রহের অভিযোগ ওঠে ৷ ঘটনায় গ্রেফতার হয় প্রতিবেশী প্রসেনজিৎ বাউরি নামের এক যুবক । নির্যাতিতা নাবালিকার মায়ের অভিযোগ, প্রসেনজিৎকে গ্রেফতারের পরই বাউরি সমাজের নেতা বিশ্বজিৎ বাউরির নেতৃত্বে আরও দু-তিনজন তাদের বাড়িতে এসে থানায় দায়ের করা অভিযোগ তুলে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করতে থাকে ।