দুর্গাপুর, 28 মে:স্থানীয় স্টিল টাউনশিপ এলাকার একনাবালিকাকে ধর্ষণের অভিযোগে যুব তৃণমূল নেতা দেবাংশু রায়কে আগেই গ্রেফতার করেছিল পুলিশ ৷ ঘটনার পর থেকে নির্যাতিতার পরিবারে চাপ দেওয়া হচ্ছিল অভিযোগ তুলে নেওয়ার জন্য ৷ এরপর দেবাংশু রায়ের সাসপেন্ডের কথা ঘোষণা করলেন ব্লক সভাপতি রাজীব ঘোষ । শনিবার নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার ।
কয়েকদিন আগেই দুর্গাপুর স্টিল এলাকার বাসিন্দা এক নাবালিকার সঙ্গে প্রথমে বন্ধুত্ব পরে ভালোবাসার সম্পর্ক গড়ে উঠেছিল দেবাংশু রায়ের ৷ সম্প্রতি ওই নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ওঠে তার দেবাংশু রায়ের বিরুদ্ধে ৷ অভিযুক্ত দুর্গাপুরের যুব তৃণমূলের সম্পাদকমণ্ডলীর সদস্য ৷ নির্যাতিতার মায়ের অভিযোগ, তাদের নাবালিকা মেয়ে অন্তঃস্বত্ত্বা হয়ে পড়লে তাঁরা সমস্ত বিষয়টি জানতে পারেন। এরপরেই স্থানীয় থানায় অভিযোগ দায়ের হয় ৷ সেই অভিযোগের ভিত্তিতেই মঙ্গলবার অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ ৷ বুধবার অভিযুক্ত যুবককে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয় । আদালত পুলিশি হেফাজতের নির্দেশ দেয় ৷ রাজ্যের মন্ত্রী দেরিতে তাঁদের সঙ্গে দেখা করতে এসেছেন বলেও ক্ষোভ প্রকাশ করেন নির্যাতিতার মা ৷
অভিযোগ দায়েরের পর থেকেই অভিযুক্ত তৃণমূল নেতা নির্যাতিতার পরিবারকে তার বিরুদ্ধে অভিযোগ তোলার জন্য চাপ দিতে থাকে ৷ এমনকী হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ নির্যাতিতার পরিবারের পক্ষ তরফে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই জেলা তৃণমূলের পক্ষ থেকে যুব তৃণমূলের সম্পাদক মন্ডলীর সদস্য দেবাংশু রায়কে সাসপেন্ড করল দল । শনিবার দুর্গাপুরের 1 নম্বর ব্লকের তৃণমূলের দলীয় কার্যালয় থেকে অভিযুক্তের সাসপেন্ড ঘোষণা করেন তৃণমূল সভাপতি রাজীব ঘোষ ।