রানিগঞ্জ , 4 এপ্রিল : কোরোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে ৷ বাড়ছে মৃত্যু সংখ্যাও ৷ একটু নজর দিলে দেখা যাবে কোরোনা আক্রান্ত ও মৃতদের মধ্যে প্রবীণদের সংখ্যাই বেশি ৷ তাই এই সময় তাঁদের প্রয়োজন যত্ন ও সুষম আহার ৷ এই কথা চিন্তা করেই রানিগঞ্জের আমড়াসোতা এলাকার প্রবীণদের পাশে দাঁড়াল আমড়াসোতা ফাঁড়ির IC সৌমেন বন্দ্যোপাধ্যায় ৷ তাঁদের হাতে তুলে দিল ফলমূল ও এনার্জি ড্রিংক্স ৷
দুস্থ , অসুস্থ প্রবীণদের ফল ও হরলিকস বিলি রানিগঞ্জ পুলিশের - অসুস্থ প্রবীণদের ফল বিলি পুলিশের
আজ রানিগঞ্জের আমড়াসোতা ফাঁড়ির পুলিশ 33 নম্বর ওয়ার্ডে ফল , হরলিকস , মাস্ক ও হ্যান্ডওয়াশ বিলি করলেন । আমড়াসোতা এলাকার মূলত দুস্থ ও অসহায় , অসুস্থ বয়স্ক মানুষদের হাতেই এই প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয়েছে ৷
![দুস্থ , অসুস্থ প্রবীণদের ফল ও হরলিকস বিলি রানিগঞ্জ পুলিশের Raniganj](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-6661270-975-6661270-1586004644604.jpg)
ফল বিলি রানিগঞ্জ পুলিশের
আজ রানিগঞ্জের আমড়াসোতা ফাঁড়ির পুলিশ 33 নম্বর ওয়ার্ডে ফল , হরলিকস , মাস্ক ও হ্যান্ডওয়াশ বিলি করলেন । আমড়াসোতা এলাকার মূলত দুস্থ ও অসহায় , অসুস্থ বয়স্ক মানুষদের হাতেই এই প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয়েছে ৷
নিত্যপ্রয়োজনী সামগ্রী যেমন চাল , ডাল , আলু বিলি করছেন রাজনৈতিক দল থেকে বিভিন্ন সমাজেসেবী সংগঠনগুলি । কিন্তু প্রবীণদের জন্য সুষম আহার ও প্রোটিন ভিটামিন নিয়ে এই প্রথম এগিয়ে এল পুলিশ । পুলিশের মানবিকতার পরিচয় দেখে খুশি এলাকার মানুষজন ।