কুলটি, 10 এপ্রিল: এ যেন শেষ হয়েও, হইল না শেষ ৷ রামনবমী, হনুমান জয়ন্তীর পর্ব অতীত মনে করে কিছুটা স্বস্তিতে ছিল রাজ্য প্রশাসন ৷ কিন্তু তাদের কপালে ফের একবার চিন্তার ভাঁজ ৷ এবার মিছিল নয়, রামনবমীর আখড়ায় তরোয়াল হাতে কসরৎ করলেন বিজেপি বিধায়ক। পাশাপাশি রামনবমী, হনুমান জয়ন্তীর পর এবার হই-হই করে রামনবমী আখড়া উদযাপন করল বিজেপি ৷ আর সেই আখড়াতেই রবিবার অস্ত্র হাতে কসরৎ করতে দেখা গেল কুলটির বিজেপি বিধায়ক অজয় পোদ্দারকে ৷ যদিও অস্ত্র প্রদর্শনের যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি বিধায়ক ৷
যেখানে রাজ্য়ে ধর্মীয় মিছিল বা শোভাযাত্রায় অস্ত্র প্রদর্শন নিষিদ্ধ বলে ঘোষণা করেছে প্রশাসন, সেখানে রামনবমীর দু'সপ্তাহ পরই ধর্মীয় এক আচারকে কেন্দ্র করে ফের একবার অস্ত্রের ঝনঝনানি শোনা গেল ৷ এবার রামনবমী আখরায় অস্ত্র প্রদর্শন করল বিজেপি ৷ সেখানে খোদ কুলটির বিজেপি বিধায়ক অজয় পোদ্দারকে দেখা গেল প্রকাশ্য জন সমক্ষে আখরায় দুটি তরোয়াল একসঙ্গে নিয়ে কসরৎ করতে। মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় এই ছবি। আর তা ঘিরেই বিতর্ক দানা বাঁধে। যদিও বিজেপি বিধায়ক বিষয়টিতে কোনও অন্যায় দেখছেন না।
পালটা সাফাই দিয়ে বিধায়ক জানান, সব দেবদেবীর হাতেই অস্ত্র থাকে। অস্ত্রের পুজোও হয়। কুলটি এলাকায় বহু বছরের প্রাচীন রীতি হনুমান জয়ন্তীর পরের রবিবার কুলটিতে রামনবমীর আখড়া সংগঠিত হয়। পাশাপাশি এখানে রাবন দহন অনুষ্ঠানও পালিত হয়। বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট আখড়া এসে মিলিত হয়ে একটা বড় আখড়া শোভাযাত্রা করে কুলটি শহর প্রদক্ষিণ করে। কুলটির ইটাপাড়া এলাকা থেকেও এমনি একটি আখড়া বের হয়। সেই আখড়াতেই দেখা যায় কুলটির বিজেপি বিধায়ক অজয় পোদ্দার তরোয়াল হাতে কসরৎ দেখিয়েছেন। ভিডিওতে দেখা যাচ্ছে, প্রকাশ্য রাস্তায় তরোয়াল নিয়ে উদ্দাম মাচে মত্ত বিজেপি বিধায়ক ৷ তাৎপর্যপূর্ণভাবে সেখানে বেশ কিছু নাবালক-নাবালিকারাও উপস্থিত ছিল ৷ তাদের সামনেই অস্ত্র হাতে দেখা যায় বিধায়ককে ৷