পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ভারত বনধ সফল করতে বামেদের প্রচার অভিযান - বাম-কংগ্রেসের ধর্মঘট

আসানসোল রবীন্দ্রভবনের সামনে পথসভা করে বনধকে সমর্থন করার আহ্বান জানানো হয় । পাশাপাশি আসানসোল বাজার এলাকায় GT রোডে মিছিল করা হয় ।

Asansol news
বনধের সমর্থনে বামেদের পথসভা

By

Published : Nov 23, 2020, 10:48 PM IST

আসানসোল, 23 নভেম্বর : 26 নভেম্বর বনধের ডাক দিয়েছে বামেরা । বামেদের সমর্থন জানিয়েছে কংগ্রেসও । আর এই বনধকে সমর্থন করতে আজ বিভিন্ন ট্রেড ইউনিয়নগুলি আসানসোলে পথসভা এবং মিছিল করল । আসানসোল রবীন্দ্রভবনের সামনে এবং বাজার অঞ্চলে এই পথসভা এবং মিছিল অনুষ্ঠিত হয় ।

আজ বিকালে আসানসোল রবীন্দ্রভবনের সামনে পথসভা করে বনধকে সমর্থন করার আহ্বান জানানো হয় । পাশাপাশি আসানসোল বাজার এলাকায় GT রোডে মিছিল করা হয় । শ্রমিক শ্রেণী থেকে শুরু করে সাধারণ মানুষের কাছে বনধ সফল করতে আহ্বান জানান বাম শ্রমিক সংগঠনের নেতারা ।

বনধের সমর্থনে বামেদের পথসভা

বাম শ্রমিক সংগঠনের নেতা তরুণ মুখোপাধ্যায় জানান, "কেন্দ্রের জন্য 7 দফা দাবি ও রাজ্যের জন্য 2 দফা দাবি নিয়েই এই ধর্মঘট । কেন্দ্রের শিল্পনীতি ও শ্রমিক বিরোধী নীতির প্রতিবাদে এই ধর্মঘট । পাশাপাশি কৃষি আইন সংশোধন, সরকারী কর্মচারীদের পেনশন বৃদ্ধি সহ যারা ইনকাম ট্যাক্সের আওতায় নেই, এমন পরিবারগুলিকে মাসে সাড়ে 7 হাজার টাকা করে দেওয়ার দাবিতেই এই ধর্মঘট।"

ABOUT THE AUTHOR

...view details