প্লাস্টিকের জনপ্রিয়তায় ম্লান ফুলের তৈরি রাখির ব্যবসা দুর্গাপুর, ৩১ অগস্ট: সৌভ্রাতৃত্বের বন্ধন রাখি ৷ তবে এখন রাখি শুধুই ভাই-বোনের সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ নয় ৷ ভ্রাতৃত্বের বন্ধনের প্রতীক হয়ে উঠেছে রাখি বন্ধন ৷ মাঝে কোভিডের সময় লকডাউনে থমকে গিয়েছিল জীবন ৷ সাময়িক বন্ধ হয়েছিল রাখির আয়োজন ৷ তবে অন্ধকার কেটে ফিরেছে রাখি ৷
বাজারে এখন নানা ধরনের রাখি পাওয়া যায় ৷ ফুলের তৈরি রাখি তো আছেই ৷ প্লাস্টিকের তৈরি রাখিতে ছেয়ে গিয়েছে সর্বত্র ৷ অতীতে রজনীগন্ধা, গোলাপ, বেলি, জুঁই ফুল দিয়েই রাখি তৈরি করতে দেখা যেত ৷ এরপর প্লাস্টিকের সামগ্রী বাজারে আসায় বিভিন্ন ডিজাইনের রাখি পাওয়া যাচ্ছে বাজারে ৷
প্লাস্টিকের দৌরাত্ম্যে কমছে ফুলের তৈরি রাখির কদর ৷ নকল মণিমুক্ত বসিয়ে রাখি তৈরির চল শুরু হয়েছে ৷ ঝাঁ চকচকে রাখির বাজার জমে উঠছে সেই রাখিতে ৷ এদিকে সেই টানে মানুষ ফুলের কদর ভুলেছে ৷ ম্লান হয়ে গিয়েছে ফুলের রাখির বাজার ৷
আরও পড়ুন: জলসায় অমিতাভকে রাখি পরিয়ে তাঁকে ভারতরত্ন দেওয়ার দাবিতে ফের সরব মমতা
দুর্গাপুরের বেনাচিতি বাজারের ফুল দিয়ে রাখি তৈরি করছেন বাপ্পা রায় ৷ তিনি একজন ফুল ব্যবসায়ী এবং তাঁর একটি ফুলের দোকান আছে ৷ তিনি বললে, "আজ থেকে 15-20 বছর আগেও আমরা এই ফুলের তৈরি প্রচুর রাখি বিক্রি করতাম ৷ কিন্তু এখন কাপড়ের, ক্রিস্টাল, প্লাস্টিক দিয়ে অত্যাধুনিক রাখি তৈরি হচ্ছে ৷ স্বাভাবিকভাবে ফুলের তৈরি রাখির দিকে মানুষের আর নজর নেই ৷"
প্লাস্টিকের রাখির সঙ্গে দামেও পিছিয়ে পড়েছে ফুলের রাখি ৷ ফুলের তৈরি রাখির দাম 50 টাকা ৷ ফুল ব্যবসায়ী বাপ্পা বলেন, "যাঁরা ফুলের তৈরি রাখি ব্যবহার করতে ভালোবাসেন এবং পরিবেশ দূষণের জন্য প্লাস্টিকের ব্যবহার বন্ধ করতে চাইছেন, তাঁরা কিন্তু ফুলের রাখি কিনেই বাড়ি যাচ্ছেন ৷ এ বছর আমি 30-35 টি রাখি বিক্রি করেছি ৷"
অন্যদিকে অত্যাধুনিক রাখি বিক্রেতা রাজ গুপ্তা বলেন, "একসময় ফুলের তৈরি রাখির বিরাট বাজার ছিল ৷ এখন আর সেসব চলে না ৷ কারণ, একদিনে ফুলের তৈরি রাখি নষ্ট হয়ে যায় ৷ রাখি বন্ধন উৎসবে এখন ডিজিটাল রাখির ব্যবহারেরও চল এসেছে ৷ তাই ফুলের তৈরি রাখির বাজার একেবারে শেষ বললেই চলে ৷"
আরও পড়ুন: অন্য রাখি ! সারমেয়দের রাখি বেঁধে আগলে রাখার অঙ্গিকার অবন্তিকার
এক ক্রেতা মণিদীপা চৌধুরী বললেন, "আমি আজ থেকে প্রায় 15 বছর আগে এই ফুলের তৈরি রাখি আমার দাদার হাতে পরানো শুরু করেছিলাম ৷ আজও ফুলের তৈরি রাখি আমি দাদার হাতে পরিয়ে দিই ৷ বাজারে বহু চকচকে রাখি বিক্রি হয় ৷ কিন্তু ফুলের তৈরি এই রাখি পরানোর মধ্যে দিয়ে একটা অন্যরকম আনন্দ আছে ৷"