পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Raju Jha Murder: রাজু ঝা খুনের তদন্তে সিবিআই'য়ের অবস্থান জানতে চাইল হাইকোর্ট

রাজু ঝা খুনের ঘটনার তদন্তে সিবিআইয়ের অবস্থান জানতে চাইল কলকাতা হাইকোর্ট ৷ যদিও রাজ্য পুলিশের যে বিশেষ সিট মামলার তদন্ত করছে, তাতে এই মুহূর্তে হস্তক্ষেপ করতে রাজি নয় হাইকোর্ট ৷

Etv Bharat
সিবিআইয়ের অবস্থান জানতে চাইলো হাইকোর্ট

By

Published : Apr 27, 2023, 5:39 PM IST

কলকাতা, 27 এপ্রিল: রাজু ঝা খুনের মামলা নিতে প্রস্তুত সিবিআই ? খুনের ঘটনায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অবস্থান কী, তা জানতে চাইল কলকাতা হাইকোর্ট ৷ খুনের মামলার তদন্তে পুলিশের অতিসক্রিয়াতার অভিযোগ এনেছিলেন ব্যবসায়ী নরেন্দ্র খাড়কা ৷ যা নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। সেই মামলার শুনানিতে সিবিআইকে নিজেদের অবস্থান জানাতে বলল হাইকোর্ট ৷

সম্প্রতি ভর সন্ধ্যাবেলা শক্তিগড় হাইরোডের উপরেই খুন হন রাজু ঝা ৷ রীতিমতো ফিল্মি কায়দায় তাঁর গাড়ি ঘিরে ধরে একের পর এক গুলিতে ঝাঁঝরা হয়ে যায় রাজু ঝা'র দেহ ৷ সেই মামলার তদন্তে একাধিক ব্যক্তিকে ইতিমধ্যেই জেরা করেছে রাজ্য পুলিশের তৈরি সিটের অফিসারেরা ৷ নাম উঠে আসে রাজু ঘনিষ্ঠ ব্যবসায়ী নরেন্দ্র খাড়কার নামও ৷ যদিও নরেন্দ্র খাড়কার দাবি, তদন্তের নামে তাঁকে অযথা নাজেহাল করছে পুলিশ ৷ এরপরই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি ৷ বৃহস্পতিবার সেই মামলায় সিবিআইয়ের অবস্থান জানতে চাইলেন বিচারপতি রাজা শেখর মান্থা। এই মামলা সিবিআই নিতে প্রস্তুত কি না, তাও জানাতে নির্দেশ দিয়েছেন তিনি। এক্ষেত্রে হাইকোর্টের পর্যবেক্ষণ, যেহেতু কয়লা পাচার মামলায় সিবিআই ইতিমধ্যেই তদন্ত করছে, সেক্ষেত্রে কয়লা মাফিয়া খুনের তদন্ত তারা করতে রাজি আছে কি না, তা জানাতে হবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে।

পাশাপাশি কলকাতা হাইকোর্টের তরফে নির্দেশ দেওয়া হয়েছে, পূর্ব বর্ধমান মেডিক্যাল কলেজ থেকে মেডিক্যাল টিম গিয়ে ধৃত অভিযুক্তদের স্বাস্থ্য পরীক্ষা করবে। যদিও আদালত পুলিশি তদন্তে কোনওভাবে হস্তক্ষেপ করবে না বলেও জানিয়ে দিয়েছে। আগামী 3 মে পুলিশকে অভিযুক্তদের মেডিক্য়াল রিপোর্ট আদালতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এদিন নরেন্দ্র খাড়কার আইনজীবী কপিল সিব্বল আদালতে সওয়ালে জানান, খুনের দু'দিনের মাথায় নরেন্দ্র'র অফিস থেকে তিনজনকে পুলিশ তুলে নিয়ে যায়। তাদের পুলিশি হেফাজতে মারধর করা হচ্ছে বলেও অভিযোগ করেন সিব্বল।

নরেন্দ্র'র আইনজীবী সিব্বল জানান, ধৃতরা নরেন্দ্র খাড়কার নাম বলেছে বলে দাবি করেছে পুলিশ। নরেন্দ্র কয়লা পাচার মামলায় অভিযুক্ত বলেও দাবি করছে পুলিশ। এরপরই বিচারপতি বলেন, "কেন আগাম জামিন চাইছেন না?" যার উত্তরে কপিল সিব্বল বলেন, "আমরা তদন্ত সিআইডি বা সিবিআইকে দেওয়ার আবেদন করছি।" অন্যদিকে, রাজ্যের আইনজীবী বলেন, "ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনির প্রবাদ মনে পড়ছে। সিনেমার মতো রুদ্ধশ্বাস ঘটনা শক্তিগরে। রাজু ঝা'কে খুন করা হয়। কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। মামলাকারীকে কোনও নোটিশ দেওয়া হয়নি। তাহলে কীসের ভিত্তিতে এই মামলা?"

আরও পড়ুন: রামনবমীর অশান্তির ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ ঘিরে শুরু রাজনৈতিক তরজা

পাশাপাশি তদন্তকারী সংস্থা বদলের দাবি করার তিনি কে সেই প্রশ্নও তুলেছেন রাজ্যের আইনজীবী। বিচারপতি বলেন, "অবাক হচ্ছি কী করে তদন্তকারীদের নির্দেশ দেওয়ার চেষ্টা করছেন আপনারা? তদন্তের স্বার্থে ষড়যন্ত্র খুঁজতে পুলিশ 100 কিলোমিটার কেন, আরও দূরে যেতে পারে।" এরপরই 3 মে ফের মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেন বিচারপতি। উল্লেখ্য, গত 24 এপ্রিল ব্যবসায়ী নরেন্দ্র খাড়কা হাইকোর্টের দ্বারস্থ হন। তাঁর দাবি পেশাদার খুনিরা খুন করেছে বলে জানা যাচ্ছে। অথচ রাজুর পুরনো ব্যাবসার সহযোগী হওয়ার কারণে পুলিশ তাঁর সংস্থার কর্মীদের গ্রেফতার করেছে। এমনকী তাঁর গাড়ির চালক অভিজিৎ মণ্ডলকেও গ্রেফতার করেছে পুলিশ।

ABOUT THE AUTHOR

...view details