পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Raju Bista Criticises CM: উত্তরবঙ্গ ভাগ প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর বক্তব্যকে কটাক্ষ বিজেপি সাংসদ রাজু বিস্তার - Raju Bista on Mamata Banerjee

রাজ্যভাগ প্রসঙ্গে আলিপুরদুয়ার সফরে গিয়ে বৃহস্পতিবার মুখ খুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ জানিয়েছিলেন, উত্তরবঙ্গের মানুষের খাবার আসে দক্ষিণবঙ্গ থেকে ৷ মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের সমালোচনা করেছেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা (Raju Bista on Mamata Banerjee) ৷

ETV Bharat
রাজু বিস্তা

By

Published : Jan 20, 2023, 11:03 PM IST

Updated : Jan 20, 2023, 11:09 PM IST

মুখ্যমন্ত্রীর সমালোচনায় রাজু বিস্তা

দুর্গাপুর, 20 জানুয়ারি: মাত্র একদিন আগে উত্তরবঙ্গ সফরে গিয়ে আলিপুরদুয়ারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাভাগের বিরুদ্ধে বার্তা দিয়েছেন ৷ তিনি বলেছেন,"যদি উত্তরবঙ্গকে ভাগ করা হয়, তাহলে এখানকার মানুষ খাবেন কী? দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের মানুষের জন্য খাবার আসে ৷" মুখ্যমন্ত্রীর এই বক্তব্যকে ঘিরে তৈরি হয়েছে রাজনৈতিক বিতর্ক । মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের সমালোচনা করেছেন দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তা (BJP MP Raju Bista)৷

শুক্রবার দুর্গাপুরের সিটি সেন্টারের এক বেসরকারি হোটেলে গেরুয়া শিবিরের কার্যসমিতির বৈঠকে যোগ দিতে এসে রাজু বিস্তা বলেন, "মুখ্যমন্ত্রী বারবার পাহাড়ের মানুষকে অপমান করছেন। পাহাড়ের মানুষ ভিখারি নয়। পশ্চিমবঙ্গের মোট রাজস্ব ও আয়ের বহু অংশ দার্জিলিং, তরাই, ডুয়ার্স থেকে আসে । রাজ্যের আশি হাজার কোটি টাকা রাজস্বের মধ্যে কুড়ি হাজার কোটি টাকা আসে দার্জিলিং, তরাই ও ডুয়ার্স থেকে। তাই মুখ্যমন্ত্রীর মুখ থেকে এই ধরনের বক্তব্যকে কখনই মেনে নেওয়া যায় না ।" তাঁর আরও অভিযোগ, দার্জিলিঙের উন্নয়ন করেনি তৃণমূল । উলটে যাঁরা সততার সঙ্গে কাজ করেছেন, তাঁদের বরখাস্ত করে নিজের পছন্দের লোক বসিয়েছেন মুখ্যমন্ত্রী (Raju Bista attacks Mamata Banerjee) ৷

পাহাড়ে অবৈধ নির্মাণের প্রসঙ্গ তুলেও এদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধেছেন বিজেপি সাংসদ রাজু ৷ তিনি বলেন,"স্বাভাবিকভাবেই দেশে এরকম কোনও ঘটনা ঘটলে পাহাড়ের মানুষ আতঙ্কিত হবেনই । পাহাড়ে বহু অবৈধ নির্মাণ হচ্ছে । আজ থেকে নয়, বহুদিন আগে থেকেই । কোনও নেতা বা দল এই নিয়ে যদি সততার সঙ্গে কাজ করতে চায় তাকে বরখাস্ত করে দেন মুখ্যমন্ত্রী । পৌর নির্বাচনে স্থানীয় একটি পার্টি জিতেছিল । তারা অবৈধ নির্মাণ নিয়ে তদন্ত করছিল । মমতা দিদি তাদের সরিয়ে নিজের লোক বসিয়ে দেন ।"

আরও পড়ুন:পদ্ম ছেড়ে ফের ঘাসফুলে হিরণ ! তৃণমূল নেতার সঙ্গে ছবি ঘিরে জল্পনা

এদিন পাহাড়ের উন্নয়ন প্রসঙ্গে তিনি জানান, আজ দার্জিলিংয়ের যত জনসংখ্যা ও পর্যটক হয় সেই অনুপাতে সেখানের উন্নয়ন হয়নি । ইংরেজরা কুড়ি হাজার লোকের জন্যে দার্জিলিং তৈরি করেছিল । এখন তা 2 লক্ষ । পানীয় জল, জমি, হোটেলের অভাব । পাহাড়ের প্রকৃত উন্নয়ন হয়নি । এর জন্যে তৃণমূল সরকার দায়ী । তবে কেন্দ্রীয় সরকার সুসংহত উন্নয়ন করবে দার্জিলিংয়ের ৷

Last Updated : Jan 20, 2023, 11:09 PM IST

ABOUT THE AUTHOR

...view details