দুর্গাপুর, 20 জানুয়ারি: মাত্র একদিন আগে উত্তরবঙ্গ সফরে গিয়ে আলিপুরদুয়ারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাভাগের বিরুদ্ধে বার্তা দিয়েছেন ৷ তিনি বলেছেন,"যদি উত্তরবঙ্গকে ভাগ করা হয়, তাহলে এখানকার মানুষ খাবেন কী? দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের মানুষের জন্য খাবার আসে ৷" মুখ্যমন্ত্রীর এই বক্তব্যকে ঘিরে তৈরি হয়েছে রাজনৈতিক বিতর্ক । মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের সমালোচনা করেছেন দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তা (BJP MP Raju Bista)৷
শুক্রবার দুর্গাপুরের সিটি সেন্টারের এক বেসরকারি হোটেলে গেরুয়া শিবিরের কার্যসমিতির বৈঠকে যোগ দিতে এসে রাজু বিস্তা বলেন, "মুখ্যমন্ত্রী বারবার পাহাড়ের মানুষকে অপমান করছেন। পাহাড়ের মানুষ ভিখারি নয়। পশ্চিমবঙ্গের মোট রাজস্ব ও আয়ের বহু অংশ দার্জিলিং, তরাই, ডুয়ার্স থেকে আসে । রাজ্যের আশি হাজার কোটি টাকা রাজস্বের মধ্যে কুড়ি হাজার কোটি টাকা আসে দার্জিলিং, তরাই ও ডুয়ার্স থেকে। তাই মুখ্যমন্ত্রীর মুখ থেকে এই ধরনের বক্তব্যকে কখনই মেনে নেওয়া যায় না ।" তাঁর আরও অভিযোগ, দার্জিলিঙের উন্নয়ন করেনি তৃণমূল । উলটে যাঁরা সততার সঙ্গে কাজ করেছেন, তাঁদের বরখাস্ত করে নিজের পছন্দের লোক বসিয়েছেন মুখ্যমন্ত্রী (Raju Bista attacks Mamata Banerjee) ৷