আসানসোল, 7 মে : শহরের একেবারে মূল জায়গাগুলিতেই পানীয় জলের অভাব । অথচ পৌরনিগম বা PHE-র জলের জোগান ঠিকঠাক রয়েছে । তাও কী করে পানীয় জল পাচ্ছেন না শহরের মূল জায়গাগুলির বাসিন্দারা । বাসিন্দাদের থেকে এই অভিযোগ পেয়ে আজ বিষয়টি খতিয়ে দেখতে যায় পৌরনিগম ও PHE দপ্তর । জানা যায়, প্রচুর অবৈধ সংযোগের কারণেই পানীয় জলের ঘাটতি দেখা দিচ্ছে শহরাঞ্চলে । এমনই দাবি করলেন আসানসোল পৌরনিগম ও PHE বিভাগের ইঞ্জিনিয়াররা ।
আজ দুপুরে আসানসোলের বার্নপুর রোড সহ একাধিক জায়গা পরিদর্শন করেন আসানসোল পৌরনিগম ও PHE বিভাগের আধিকারিকরা । মূলত বার্নপুর রোড সহ শহরের বিভিন্ন এলাকার বাসিন্দাদের অভিযোগ, তাঁরা পর্যাপ্ত পানীয় জল পাচ্ছেন না । পর্যাপ্ত পানীয় জল থাকলেও কেন ওই অঞ্চলের বাসিন্দারা জল পাচ্ছেন না তা নিয়ে খোঁজ করতে বেরোন PHE ও আসানসোল পৌরনিগমের ইঞ্জিনিয়াররা । যৌথভাবেই এই অভিযান চালানো হয় । আর তাতেই উঠে আসছে শতাধিক ব্যবসায়িক প্রতিষ্ঠানের কথা ৷ কারখানাতে পানীয় জলের বেআইনি সংযোগ নেওয়া হয়েছে । শুধু তাই নয়, সেখান থেকে প্রচুর পরিমাণে জল টেনে নিচ্ছে ওই সমস্ত ব্যবসায়িক প্রতিষ্ঠান ও কারখানাগুলি ।