পশ্চিমবঙ্গ

west bengal

Raju Jha Murder Case: রাজু ঝা না আব্দুল লতিফ, আততায়ীদের আসল টার্গেট কে ছিল ?

By

Published : Apr 5, 2023, 5:40 PM IST

শনিবার রাতে দুষ্কৃতীদের আসল লক্ষ্য কে ছিল, রাজু ঝা না আব্দুল লতিফ ? এই প্রশ্নও এখন উঠছে এই হত্যার ঘটনাকে ঘিরে ৷

Etv Bharat
ফাইল ছবি

দুর্গাপুর, 5 এপ্রিল: কয়লার বেআইনি কারবারি রাজু ঝা খুনের ঘটনায় মিলল নয়া তথ্য ৷ জানা গিয়েছে, শক্তিগড়ে ওই খুনের ঘটনা ঘটার আগে কাঁকসার বাঁশকোপাতে 19 নম্বর জাতীয় সড়কের টোল প্লাজা হয়ে গিয়েছিল আব্দুল লতিফের সাদা রঙের ফরচুনার গাড়ি । ওই গাড়িতে সে সময়ে রাজু ঝা ছিলেন বলে পুলিশকে ইতিমধ্যেই জানিয়েছেন আব্দুল লতিফের গাড়ির চালক নূর হোসেন ৷ তার ঠিক পরেই শনিবার সন্ধ্যা 6টা 22 মিনিট নাগাদ এই বাঁশকোপা টোল প্লাজা হয়ে পার হয় সেই রহস্যময় নীল গাড়ি । সেই সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে ৷ তদন্তকারীদের অনুমান এই নীল গাড়িটি ধাওয়া করেছিল রাজু ঝা-এর গাড়িকে ।

রাজু ঝাকে খুন করার পর বর্ধমানের শক্তিগড়েই ঘটনাস্থলের কাছে সেই নীল রঙের গাড়ি ফেলে পালায় দুষ্কৃতীরা ৷ যে কয়েকটি প্রশ্ন এখন এই ঘটনা ঘিরে ঘুরপাক খাচ্ছে তা হল, গাড়িতে থাকা আব্দুল লতিফ, রাজু ঝা ও ব্রতীন মুখোপাধ্যায়ের মধ্যে প্রথমে সামনের সিটে কি আব্দুল লতিফ বসেছিল ? মধুমেহ রোগে আক্রান্ত গরুপাচার কাণ্ডের অন্যতম অভিযুক্ত আব্দুলকে কি তাই বারবার তাই গাড়ি থেকে নেমে প্রস্রাবাগারে যেতে হয়? তাই কি টোলপ্লাজার পরে আব্দুল লতিফ সামনের সিট ছেড়ে পিছনে বসে আর সামনে চালকের পাশের সিটে চলে যান রাজু ঝা?

সিটের তদন্তকারী পুলিশ অফিসাররা বুধবার জাতীয় সড়কের বাঁশকোপা টোল প্লাজাতে এসে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে । যদিও সংবাদমাধ্যমের সামনে কোনও কথা বলতে চাননি তদন্তকারীর অফিসাররা । গরু পাচার কাণ্ডের অন্যতম অভিযুক্ত আব্দুল লতিফ ওই গাড়িতেই যে ছিল এমন কথা কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন মহল থেকে উঠে আসছে । তাঁর গাড়ির চালকেরও সেরকমই দাবি ৷ দুর্গাপুর থেকে গাড়ির সামনের সিটে আব্দুল লতিফ ছিল এমন কথাও জানা যাচ্ছে ৷

আরও পড়ুন : কয়লাক্ষেত্রে সিন্ডিকেটের তোলাবাজির ইঙ্গিত দিয়েছিলেন জিতেন্দ্র, সেই দ্বন্দ্বেই খুন রাজু ?

গাড়িটির পিছনে থাকা আততায়ীদের টার্গেট রাজু ঝা ছিল নাকি আব্দুল লতিফ ? গরুপাচার কাণ্ডে অভিযুক্ত আব্দুল লতিফ ধরা পড়লে অনেক রাঘব বোয়ালদের নাম উঠে আসতে পারে এমন আশঙ্কা থেকেই কি লতিফকে সরাতে গিয়ে সুপারি কিলাররা ভুল করে রাজু ঝাকে গুলি করে খুন করল ? এখনও অধরা এই প্রশ্নগুলির উত্তর ৷ ঘটনার পর একটি ভিডিয়োতে শক্তিগড়ে আব্দুল লতিফকেও দেখা গিয়েছে । রাজু ঝাকে ঘটনার পর সামনের সিটে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় । যদি সুপারি কিলাররা রাজু ঝাকেই খুন করতে চাইত তাহলে শক্তিগড় পর্যন্ত তাঁকে ধাওয়া করার প্রয়োজন ছিল কি না সেই প্রশ্নও তুলছেন অনেকে ৷

ABOUT THE AUTHOR

...view details