দুর্গাপুর, 19 জুলাই: পঞ্চায়েত নির্বাচন শেষ হতে না হতেই জমি মাফিয়াদের দৌরাত্ম্য শুরু হয়েছে কাঁকসার পানাগড়ে । পশ্চিম বর্ধমান জেলার এই পানাগড় বাজারে জমি মাফিয়াদের খপ্পরে এবার সরকারি পিডব্লিউডি রাস্তার জায়গা । পিডব্লিউডি তদন্ত নেমেছে কে বা কারা এইভাবে পুকুর ভরাট করে একের পর এক দোকান ঘর তৈরি করে দিল? এলাকার মানুষ হতবাক এত বড় গুরুত্বপূর্ণ একটি জায়গায় কীভাবে রাতারাতি সারি দিয়ে এতগুলি দোকান ঘর তৈরি হয়ে গেল ।
পানাগড় বাজার পোস্ট অফিস সংলগ্ন এলাকায় রাস্তার ধারে সরকারি ফাঁকা জমি দখল করে রাতারাতি দোকানঘর তৈরি হয়ে যাচ্ছে । কে বা কারা করছে এই কাজ? এই বিষয়ে এলাকার মানুষ মুখ খুলতে চাইছে না । তবে এর পিছনে একটা বড় চক্র কাজ করছে বলেই মনে করা হচ্ছে । কাঁকসা ভূমি দফতরের আধিকারিক ও পিডব্লিউডি আধিকারিকরা সম্পূর্ণ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে ।
কাঁকসার বিজেপি নেতা ইন্দ্রজিৎ ঢালির অভিযোগ,"প্রশাসনের প্রত্যক্ষ মদতে লুটপাট চালিয়ে পঞ্চায়েত নির্বাচনকে শাসকদল প্রহসনে পরিণত করল । আর তৃণমূলের জয়লাভের পরেই শুরু হয়েছে সরকারি জমি লুটপাটের কাজ । তবে একটা কথা আমরা হুঁশিয়ারি দিয়ে বলে রাখছি, যদি প্রশাসন এর বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ না করে । তাহলে কিন্তু আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বৃহত্তর আন্দোলনে নামব এর বিরুদ্ধে ।"