আসানসোল, 21 অগস্ট: এক ছাত্রের মৃত্যুতে চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে আসানসোল জেলা হাসপাতালে বিক্ষোভ দেখাল পরিবারের লোকজনেরা (Protests at Asansol District Hospital alleging medical negligence in student death)। রবিবার সকালে মৃত্যু হয় আসানসোল পৌরনিগম স্কুলের দশম শ্রেণির ছাত্র মহম্মদ তাজউদ্দিন হক (15) ৷
আসানসোল (Asansol Agitation News) রেলপাড় অঞ্চলের বাসিন্দা মহম্মদ তাজউদ্দিন হক দু'দিন আগে পেটে ব্যথা নিয়ে জেলা হাসপাতালে ভর্তি হয় । এ বিষয়ে তাজউদ্দিনের বাবা মহম্মদ সালাউদ্দিন হক বলেন, "ছেলেকে ভর্তি করার পর আমাকে বলা হয় আল্ট্রাসনোগ্রাফি করিয়ে আনতে । সেই মত বাইরের ডায়াগনোস্টিক সেন্টার থেকে আল্ট্রাসনোগ্রাফি করিয়ে আনি । চিকিৎসকরা সেই রিপোর্ট দেখে বলেন ভয়ের কিছু নেই । এরপর আমার ছেলেকে কিছু ইনজেকশন দেওয়া হয় । কিন্তু গতকাল বিকেল থেকেই তার অবস্থার অবনতি ঘটে । কিন্তু ছেলের খারাপ অবস্থার কথা বারবার বলা সত্ত্বেও চিকিৎসকরা তাতে কর্ণপাত করেননি । যখন আমার ছেলে একেবারে নেতিয়ে পড়েছে তখন চিকিৎসক বলেন আমার ছেলেকে আইসিইউতে নিয়ে যাওয়া প্রয়োজন । কিন্তু আসানসোল জেলা হাসপাতালের আইসিইউতে তখন নাকি কোনও বেড ছিল না ৷ অনেক বলার পর গভীর রাতে ছেলেকে আইসিইউতে দেওয়া হয় । কিন্তু তার কিছুক্ষণ পরেই আমার ছেলে মারা যায় । একপ্রকার চিকিৎসার গাফিলতিতেই আমার ছেলের মৃত্যু হয়েছে । আমরা এর বিচার চাই ।"