পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Kazi Nazrul University: ফের বাধার মুখে উপাচার্য, অচলাবস্থা অব্যাহত কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে

উপচার্যের পদত্যাগের দাবিতে গত 29 দিন ধরে বিক্ষোভ চলছে আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে ৷ বৃহস্পতিবারও অফিসে ঢুকতে পারেননি উপাচার্য সাধন চক্রবর্তী ৷ এদিন বিক্ষোভ চলাকালীন অসুস্থ হয়ে পড়েন এক শিক্ষক ৷

ETV Bharat
বিক্ষোভের মুখে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

By

Published : Apr 6, 2023, 8:09 PM IST

Updated : Apr 6, 2023, 8:45 PM IST

বিক্ষোভের মুখে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

আসানসোল, 6 এপ্রিল: কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে ঢুকতে গিয়ে ফের বাধার মুখে পড়লেন উপাচার্য সাধন চক্রবর্তী । গত 29 দিন ধরে উপাচার্যকে বরখাস্ত করার দাবিতে বিক্ষোভ চলছে আসানসোলের এই বিশ্ববিদ্যালয়ে ৷ এর আগেও একবার উপাচার্য বিশ্ববিদ্যালয়ে ঢোকার চেষ্টা করেছিলেন । কিন্তু তখনও তাঁকে ঢুকতে দেওয়া হয়নি । বৃহস্পতিবার দুপুরে উপাচার্য ফের বিশ্ববিদ্যালয়ে এলে চরম বিক্ষোভের মুখে পড়েন । শেষ পর্যন্ত তাঁকে ফিরে যেতে হয় ।

অন্যদিকে, এদিন বিক্ষোভরত এক শিক্ষক অসুস্থ হয়ে পড়েন । ছাত্র-ছাত্রীদের দাবি উপাচার্যের কারণেই ওই শিক্ষক অসুস্থ হয়ে পড়েন । ফলে উপাচার্যের গাড়ি আটকে ছাত্রছাত্রীরা বিক্ষোভ দেখাতে থাকেন । উল্লেখ্য, এখানকার উপাচার্য সাধন চক্রবর্তীর বিরুদ্ধে একজোট হয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের একাংশ বিক্ষোভ বসেছেন গত 29 দিন ধরে । কাজী নজরুল বিশ্ববিদ্যালয়য়ের রেজিস্ট্রার চন্দন কোনারকে বরখাস্ত করার প্রতিবাদে এই বিক্ষোভ শুরু হয় । শিক্ষক থেকে শুরু করে ছাত্রছাত্রীদের দাবি, এই উপাচার্যকে তাঁরা মেনে নিচ্ছেন না । তাই তাঁকে বিশ্ববিদ্যালয় ঢুকতে দেওয়া হবে না ।

বৃহস্পতিবার বিক্ষোভ চলাকালীনই বিশ্ববিদ্যালয়ে আসেন উপাচার্য এবং বিশ্ববিদ্যালয়ে ঢোকার চেষ্টা করেন তিনি । কিন্তু শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের তুমুল বাধার মুখে পড়তে হয় তাঁকে । বিশ্ববিদ্যালয়ের মূল ভবনে ঢোকার মুখে শান্তনু বন্দ্যোপাধ্যায় নামে এক শিক্ষক তাঁকে মালা পরান । উপাচার্য পুনরায় মালাটিকে শান্তনুবাবুর গলাতেই পরিয়ে দেন । এছাড়াও শান্তনুবাবু চন্দনের ফোঁটা দিতে যান উপাচার্যকে । সেই ফোঁটা নিতে অস্বীকার করেন তিনি ৷ এরপর শান্তনু বন্দ্যোপাধ্যায় নামে ওই শিক্ষক মিষ্টির হাঁড়ি থেকে একটি রসগোল্লা উপাচার্যকে খাওয়াতে যান । উপাচার্য সেটি কেড়ে পালটা শান্তনুবাবুর মুখে ঢুকিয়ে দেন ।

আরও পড়ুন: শিলিগুড়িতে রাসায়নিক কারখানায় আগুন, ঘণ্টা দুয়েকের চেষ্টায় নিয়ন্ত্রণে আনল দমকল

অভিযোগ, জোর করে ওই মিষ্টি শান্তনুবাবুর মুখে পুরে দেওয়ার পরেই তিনি অসুস্থ হয়ে পড়েন ৷ শেষ পর্যন্ত তুমুল বিক্ষোভের মুখে পড়ে উপাচার্যকে পিছু হঠতে হয় । এরপর তিনি গাড়িতে বসে বিশ্ববিদ্যালয় থেকে বেরোতে গেলে পুনরায় ছাত্রছাত্রীরা তাঁকে আগলে ধরেন । গাড়ি ঘিরে চলতে থাকে বিক্ষোভ । ছাত্র-ছাত্রীদের দাবি, ওই অসুস্থ শিক্ষকের কাছে উপাচার্যকে ক্ষমা চাইতে হবে । শেষ পর্যন্ত পুলিশি তৎপরতা ও কিছু শিক্ষকের সাহায্যে উপাচার্যকে আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয় থেকে বাইরে যেতে দেওয়া হয় ।

Last Updated : Apr 6, 2023, 8:45 PM IST

ABOUT THE AUTHOR

...view details