পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

অন্ডালে বালির গাড়ি আটকে বিক্ষোভ গ্রামবাসীদের - অন্ডাল থানার কুলডাঙ্গা গ্রাম

অন্ডাল থানার কুলডাঙ্গা গ্রামের মূল রাস্তা দিয়েই প্রতিদিন দামোদরের সরকারি বালিঘাট থেকে অতিরিক্ত বালি বোঝাই গাড়িগুলি বেপরোয়াভাবে চলাচল করে । ফলে গ্রামের যে মূল রাস্তা সেই রাস্তা একেবারে বেহাল হয়ে পড়েছে ।

Protesting villagers stuck sand trucks in Andal
অন্ডালে বালির গাড়ি আটকে বিক্ষোভ গ্রামবাসীদের

By

Published : Jun 2, 2020, 4:34 PM IST

Updated : Jun 2, 2020, 11:06 PM IST

দুর্গাপুর, 2 জুন: অন্ডাল থানা এলাকার মদনপুর পঞ্চায়েতের অন্তর্গত কুলডাঙ্গা গ্রামের মূল রাস্তার বেহাল দশা ৷ দীর্ঘদিন ধরেই বালি বোঝাই গাড়িগুলি বেপরোয়াভাবে যাতায়াত করছে এই রাস্তা দিয়ে । । ফলে সমস্যায় পড়ছেন নিত্যযাত্রী থেকে ক্ষুদে পড়ুয়ারা । বারবার প্রশাসনের কাছে আবেদন করেও কোনও সুরাহা হয়নি । আজ স্থানীয় বাসিন্দারা বালি বোঝাই গাড়িগুলিকে আটকে বিক্ষোভ দেখান ।

কুলডাঙ্গা গ্রামের মূল রাস্তা দিয়েই প্রতিদিন দামোদরের সরকারি বালিঘাট থেকে বালি তুলে অতিরিক্ত বালি বোঝাই গাড়িগুলি বেপরোয়াভাবে চলাচল করে । ফলে গ্রামের মূল রাস্তা একেবারে বেহাল হয়ে পড়েছে । প্রশাসনিক স্তরে গ্রামের মানুষ বারবার আবেদন করেও কোন কাজ হয়নি । ফলে নিত্যযাত্রী থেকে খুদে পড়ুয়া সবাই এই দুর্ঘটনাপ্রবণ রাস্তা দিয়েই যাতায়াত করে । যে কোনও মুহূর্তে ঘটে যেতে পারে বড়সড় দুর্ঘটনা । অতিরিক্ত বালিবোঝাই এই গাড়িগুলো থেকে রাস্তার দু'পাশে প্রচুর পরিমাণ বালি পড়ে থাকার কারণে এই রাস্তাগুলিতে ছোটখাটো দুর্ঘটনা প্রতিদিন লেগেই আছে । মঙ্গলবার ধৈর্যের বাঁধ ভাঙ্গে গ্রামবাসীদের । কুলডাঙ্গা গ্রামের বাসিন্দারা বালির গাড়ি গুলিকে আটকে দিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন ।

স্থানীয় বাসিন্দা তথা পঞ্চায়েত সদস্য উমেশ বাউরী অভিযোগ করে বলেন,‘‘মদনপুর পঞ্চায়েতের প্রধান থেকে শুরু করে BDO এমনকী অন্ডাল থানাতেও জানানো হয়েছে । অতিরিক্ত বালি বোঝাই গাড়ি যাতায়াত করার কারণেই এই রাস্তা বেহাল । তবে প্রশাসন কোনও ব্যবস্থা গ্রহণ না করার কারণে আজ গ্রামের মানুষেরা বিক্ষোভে সামিল ।’’

বিক্ষোভকারীদের মধ্যে বহু মহিলাকে দেখা যায় সকাল থেকেই । বিক্ষোভকারী এক মহিলা দিপু দাস জানান,‘‘সকাল থেকে আমরা বালির গাড়ি আটকে বিক্ষোভ দেখালেও দুপুর গড়িয়ে গেল প্রশাসনের পক্ষ থেকে কেউ আসেননি । যতক্ষণ পর্যন্ত না এই অতিরিক্ত বালি বোঝাই বেপরোয়া গাড়ি গুলি বন্ধ করা হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই বিক্ষোভ চলবে ।’’

অন্ডালে বালির গাড়ি আটকে বিক্ষোভ গ্রামবাসীদের

গ্রামের মানুষদের অভিযোগ সারাদিন ধরে এই বালির গাড়িগুলি গ্রামের মূল রাস্তা দিয়ে যাতায়াত করার কারণে বিপদের ঘন্টা বাজছে । যে কোন মুহূর্তে বড়সড় দুর্ঘটনা ঘটলে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে উঠতে পারে । প্রশাসনের কাছে বারবার আবেদন জানিয়ে শুধু আশ্বাস মিলেছে ,সমাধান হয়নি । তাই গ্রামের মানুষ এবার এককাট্টা । যতক্ষণ পর্যন্ত না সদুত্তর পাচ্ছেন তারা এই আন্দোলন তারা চালিয়ে যাবেন ।

Last Updated : Jun 2, 2020, 11:06 PM IST

ABOUT THE AUTHOR

...view details