আসানসোল, 14 জুন : তাঁদের হাতে প্ল্যাকার্ড । তাতে লেখা, 'বাঁচতে দিন, বাঁচাতে দিন' । এই পোস্টার হাতে ধিক্কার মিছিলে পা মেলালেন নার্সরা । ঘটনাটি আসানসোল জেলা হাসপাতালের।
'বাঁচতে দিন, বাঁচাতে দিন', আসানসোলে ধিক্কার মিছিল নার্সদের
হাসপাতাল চত্বরে এবং হাসপাতালের বাইরের রাস্তায় বেশ কিছুক্ষণ মিছিল করেন আসানসোল জেলা হাসপাতালের নার্সরা ।
রোগী মৃত্যু ও চিকিৎসককে মারধরের ঘটনায় রাজ্য জুড়ে চলছে চলছে বিক্ষোভ-প্রতিবাদ । আসানসোল জেলা হাসপাতালের চিকিৎসকরা বিক্ষোভে সামিল হলেও তাঁরা বন্ধ করেননি আউটডোর পরিষেবা । এতদিন তাঁদের মানবিক দিকটা সামনে এলেও আজ রোগীদের ফেলে নার্সদের ধিক্কার মিছিল নতুন করে বিতর্ক তৈরি করল ।
আজ নার্সরা হাসপাতাল চত্বরে এবং হাসপাতালের বাইরের রাস্তায় বেশ কিছুক্ষণ মিছিল করেন । দীর্ঘ সময় তারা ওয়ার্ড ছেড়ে বাইরে থাকায় উঠছে নানা প্রশ্ন । যাঁদের দায়িত্ব রোগীদের সেবা করা, তাঁরা সেই দায়িত্ব ছেড়ে হাসপাতালের বাইরে মিছিল করলেন কেন ? উঠছে প্রশ্ন । বিষয়েটি নিয়ে সরব হয়েছেন রোগীদের পরিজনরাও । যদিও, নার্সদের দাবি, ইনডোর ও আউটডোর পরিষেবা ঠিকঠাক রেখেই এই মিছিলে সামিল হন তাঁরা ।