আসানসোল, 27 মার্চ: একসময় দল, গণসংগঠন-সহ বিভিন্ন ক্ষেত্রে যাঁরা কুলটির রাজনীতিতে নেতৃত্ব দিয়েছেন, এখন তাঁরাই নাকি বঞ্চিত ৷ আর এমনই অভিযোগ তুলে 'বঞ্চিত তৃণমূল' মঞ্চ (Banchit Trinamool Manch in Asansol) তৈরি করে প্রতিবাদে সামিল হলেন সেই সব তৃণমূল নেতারা ৷ তাঁদের অভিযোগ কুলটিতে জনৈক তৃণমূল নেতা অসামাজিক লোকজনের সঙ্গে জোট বেঁধেছেন ৷ আর আসল তৃণমূল নেতাদের বঞ্চিত করতে চাইছেন ৷ তাই তাঁরা প্রতিবাদে নেমেছেন ৷ প্রয়োজনে তারা বাস ভরতি লোক নিয়ে গিয়ে নবান্ন এবং তৃণমূল ভবন অভিযানও করবেন বলে হুঁশিয়ারি দিয়েছে ৷ রবিবার বঞ্চিত তৃণমূলের এই সভাকে ঘিরে প্রকাশ্যে এসেছে শাসকের গোষ্ঠীদ্বন্দ্ব ৷
একসময় কুলটি ছিল কংগ্রেসের ঘাঁটি ৷ পরবর্তীকালে তৃণমূলের দখলে আসে কুলটি ৷ 2009 সালে রাজ্য পালা বদলের আগেই কুলটি পৌরসভা দখল করেছিলেন তৃণমূল কংগ্রেস ৷ 2011 সালে কুলটির বিধায়ক হন উজ্জ্বল চট্টোপাধ্যায় ৷ মূলত তাঁর নেতৃত্বেই কুলটিতে তৃণমূল কংগ্রেস চলতে শুরু করে ৷ কিন্তু, উজ্জ্বল বাবুকে পছন্দ করতেন না কুলটিতেই দলের একাংশ ৷ ধীরে ধীরে সেই দূরত্ব বাড়তে শুরু করে ৷ এরপর পরপর লোকসভা ভোটে কুলটিতে বিপুল ব্যবধানে পরাজিত হয় তৃণমূল ৷
শুধু তাই নয়, গত বিধানসভা ভোটেও কুলটিতে উজ্জ্বল চট্টোপাধ্যায় পরাজিত হন ৷ জেতে বিজেপি ৷ কুলটির বাকি নেতারা দোষ দিতে শুরু করেন উজ্জ্বলকে ৷ আর যার ফলে স্পষ্টত বিভাজন হয়ে যায় দুই শ্রেণির ৷ বর্তমানে উজ্জ্বল বিরোধীরা তৃণমূলের কোনও কাজে ডাক পাচ্ছেন না বলেই অভিযোগ উঠেছে ৷ তারা কার্যত বঞ্চিত হয়ে রয়েছে বলে দাবি ৷ আর তাই 'বঞ্চিত তৃণমূল মঞ্চ' তৈরি করে পুরনো সেই তৃণমূল নেতারা একত্রিত হয়েছেন ৷ রবিবার একটি কর্মী সম্মেলন করে তারা দলকে হুঁশিয়ারিও দিয়েছেন ৷