দুর্গাপুর,18 ডিসেম্বর : নিকাহ-র প্রতিশ্রুতি দিয়ে সহবাস ও সেই কারণে গর্ভবতী হয়ে পড়েছিলেন মহিলা । কিন্তু সন্তানকে অস্বীকার করেন ব্যক্তি । তাকে সাত বছরের কারাদণ্ডের নির্দেশ দিল আদালত । বুধবার দুর্গাপুর আদালতের সেকেন্ড কোর্টের বিচারক সাজা ঘোষণা করেন।
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের দায়ে সাত বছরের সাজা - দুর্গাপুর আদালতের সেকেন্ড কোর্টের বিচারপতির এজলাস
অন্ডাল থানার উখড়ার তালতলার বাসিন্দা এক মহিলার সঙ্গে সম্পর্ক ছিল উখরার শফিক নগরের বাসিন্দা নাসিম আনসারির । নাসিম নিকাহ-র প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন সহবাস করে । মহিলা গর্ভবতী হয়ে পড়লেও সন্তানকে স্বীকৃতি দিতে চায়নি নাসিম । প্রতিশ্রুতি মেনে নিকাহ করেনি । 2018 সালে ৮ মার্চ অন্ডাল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই মহিলা ।
অন্ডাল থানার উখড়ার তালতলার বাসিন্দা এক মহিলার সঙ্গে সম্পর্ক ছিল উখরার শফিক নগরের বাসিন্দা নাসিম আনসারির । নাসিম নিকাহ-র প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন সহবাস করে । মহিলা গর্ভবতী হয়ে পড়লেও সন্তানকে স্বীকৃতি দিতে চায়নি নাসিম । প্রতিশ্রুতি মেনে নিকাহ করেনি । 2018 সালে ৮ মার্চ অন্ডাল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই মহিলা ।
মঙ্গলবার অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেন দুর্গাপুর আদালতের সেকেন্ড কোর্টের বিচারক । নাসিমকে সাত বছরের জেল ও এক লাখ টাকা জরিমানা করা হয় । জরিমানার টাকা অভিযোগকারী মহিলাকে দেওয়া হবে । এই মামলার সরকারি পক্ষের আইনজীবী মহম্মদ ইমরান জানান, মার্চ মাসে দুর্গাপুর আদালতে মামলাটি ওঠে । সাত মাসের মধ্যে এই মামলায় রায় দেওয়া হয় । এদিকে নাসিমের বিবির দাবি, "আমার স্বামীকে ফাঁসানো হয়েছে । আমরা বাচ্চাটির DNA পরীক্ষার দাবি জানাচ্ছি । এই রায়ের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে আবেদন করব ।"