পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দুর্গাপুরে শুরু পুরোহিত ভাতা দেওয়ার প্রক্রিয়া - দুর্গাপুরে শুরু পুরোহিত ভাতা দেওয়ার প্রক্রিয়া

কোভিড পরিস্থিতিতে দরিদ্র ব্রাহ্মণদের অবস্থা শোচনীয় । সেই কথা মাথায় রেখেই রাজ্য সরকার হাজার টাকা করে পুরোহিত ভাতার কথা ঘোষণা করেছিলেন । আজ প্রায় 50 জনের মতো বিভিন্ন মন্দিরের পুরোহিত এই ফর্ম দাখিল এবং নথি জমা দেন । কোভিড পরিস্থিতির জন্য সামাজিক দূরত্ব বজায় রেখে এই কাজ হয় ।

দুর্গাপুরে শুরু পুরোহিত ভাতা দেওয়ার প্রক্রিয়া
দুর্গাপুরে শুরু পুরোহিত ভাতা দেওয়ার প্রক্রিয়া

By

Published : Oct 11, 2020, 7:35 PM IST

দুর্গাপুর, 11 অক্টোবর : রাজ্য সরকারের পুরোহিত ভাতার জন্য দুর্গাপুরে আজ আবেদন পত্র এবং নথি জমা নেওয়া হয় । দুর্গাপুর নগরনিগম ভবনের নিচে তথ্য ও সংস্কৃতি কেন্দ্রে এই ফর্ম দাখিল ও নথি জমার কাজ শুরু হয় ।

কোভিড পরিস্থিতিতে দরিদ্র ব্রাহ্মণদের অবস্থা শোচনীয় । সেই কথা মাথায় রেখেই রাজ্য সরকার হাজার টাকা করে পুরোহিত ভাতার কথা ঘোষণা করেছিলেন । আজ প্রায় 50 জনের মতো বিভিন্ন মন্দিরের পুরোহিত এই ফর্ম দাখিল এবং নথি জমা দেন । কোভিড পরিস্থিতির জন্য সামাজিক দূরত্ব বজায় রেখে এই কাজ হয় ।

একজন পুরোহিত জানান এই পরিস্থিতিতে ব্যাপক সমস্যার মধ্যে পড়েছিলেন তাঁরা ।মন্দির বন্ধের কারণে ভক্তরা আসছিলেন না । এখন সংক্রমণের ভয়ে ভক্তরা মন্দিরে কম সংখ্যায় আসছেন । রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী এই পুরোহিত ভাতা প্রকল্প চালু করায় একটু হলেও উপকৃত হব ।

রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান পুরোহিত ভাতার আবেদন পত্র জমা দিতে উপস্থিত বাকি পুরোহিতরা । তবে ইতিমধ্যেই এই ভাতা নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা হয়েছে । বিতর্কের মাঝেই দুর্গাপুরে শুরু হল পুরোহিত ভাতা দেওয়ার প্রক্রিয়া ।

ABOUT THE AUTHOR

...view details