জামুড়িয়া, 6 জুন: দুষ্কৃতীদের হাতে আক্রান্ত জামুড়িয়ার হিন্দি স্কুলের প্রধান শিক্ষক বৈদ্যনাথ মিশ্রা ৷ তিনি জামুড়িয়ার শ্রীপুরহাট হাইস্কুলের প্রধান শিক্ষক ৷ ঘটনায় গুরুতর আহত হন তিনি ৷ স্থানীয় বাসিন্দারা আখলপুর স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যায় ।
দুষ্কৃতী হামলায় আক্রান্ত জামুড়িয়ার হিন্দি স্কুলের প্রধান শিক্ষক - principal attacked by miscreants in jamuria
জামুড়িয়ার দুষ্কৃতীদের হাতে হামলায় আক্রান্ত শ্রীপুরহাট হাইস্কুলের প্রধান শিক্ষক ৷
আক্রান্ত ওই প্রধান শিক্ষক বলেন,"পঞ্চম শ্রেণি থেকে শুরু করে অষ্টম শ্রেণি পর্যন্ত ছাত্র-ছাত্রীদের মিড ডে মিলের চাল ও আলু বিতরণ করে বাড়ি ফিরছিলাম ৷ সেইসময় স্কুলের সামনেই বেশ কয়েকজন যুবক লাঠিসোঁটা, রড দিয়ে আমার উপর হামলা চালায় । রক্তাক্ত অবস্থায় পড়ে যাই । স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে আমাকে আখলপুর স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যায় ।" তবে এই প্রথম নয় ৷ এর আগেও বৈদ্যনাথ মিশ্রর উপর এমন হামলার ঘটনা ঘটেছে ।
প্রধান শিক্ষকের উপর হামলার ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে ৷ ঘটনার তদন্ত শুরু করেছে জামুড়িয়া থানার পুলিশ ।