কলকাতা, 14 ডিসেম্বর : নাগরিকত্ব আইন নিয়ে উত্তপ্ত রাজ্যের একাধিক জায়গা । এরই মধ্যে আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । ঝাড়খণ্ড যাওয়ার পথে অণ্ডাল বিমানবন্দরে নামবেন তিনি । সেখানে রাজ্যের পরিস্থিতি নিয়ে দলের কাছ থেকে রিপোর্ট নেবেন ।
সোমবার মধ্যরাতে নাগরিক (সংশোধনী) বিল, 2019 লোকসভায় পাশ হওয়ার পর থেকেই বিক্ষোভ শুরু হয় অসম সহ উত্তর-পূর্ব ভারতের মেঘালয়, ত্রিপুরা সহ বিভিন্ন রাজ্যে । অসম ও মেঘালয়ের একাধিক জায়গায় জারি হয় কারফিউ । বন্ধ করে দেওয়া হয় মোবাইল এবং ইন্টারনেট পরিষেবা । বিলটি আইনে পরিণত হওয়ার পর শুক্রবার থেকে বিক্ষোভ শুরু হয়েছে পশ্চিমবঙ্গেও । গতকাল মুর্শিদাবাদ, বীরভূম, হুগলি, হাওড়া, কলকাতা সহ রাজ্যের একাধিক জায়গায় রাস্তা ও রেল লাইন অবরোধ করে, আগুন জ্বালিয়ে, যানবাহন ভাঙচুর করে বিক্ষোভ দেখানো হয় । শনিবারও রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষোভ চলছে । এই পরিস্থিতিতে আগামীকাল ঝাড়খণ্ডে নির্বাচনী প্রচারের যাওয়ার পথে রাজ্যে কিছুক্ষণের জন্য আসছেন নরেন্দ্র মোদি ।