দুর্গাপুর, 3 এপ্রিল : ব্রিগেডে আজ জনসভা করবেন নরেন্দ্র মোদি। গোটা রাজ্যের BJP কর্মী-সমর্থকরা আজ ব্রিগেডমুখী। বাদ যায়নি দুর্গাপুরও। আজ সকাল থেকেই হাজার হাজার BJP সমর্থক দুর্গাপুর স্টেশনে ভিড় জমিয়েছেন। গন্তব্য ব্রিগেড।
ভোর থেকেই দুর্গাপুর স্টেশনে BJP-র পতাকা হাতে মানুষের ভিড় দেখা যায়। পাশাপাশি, সিটিসেন্টার থেকে কলকাতামুখী বাসের জন্য পড়েছে লম্বা লাইন। BJP সূত্রে খবর, পশ্চিম বর্ধমান থেকে প্রায় 40 হাজার মানুষ আজ মোদির সভায় যোগ দেবেন।