পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পশ্চিম বর্ধমান থেকে ব্রিগেডে আসছে 40 হাজার লোক, দাবি BJP-র - west bardhaman

সকাল থেকেই হাজার হাজার BJP সমর্থক দুর্গাপুর স্টেশনে ভিড় জমিয়েছেন। বাসের জন্যও পড়েছে লম্বা লাইন। মোদির সভায় যোগ দিতে পশ্চিম বর্ধমান থেকে 40হাজার মানুষ ব্রিগেডে আসছে, দাবি BJP-নেতৃত্বের।

ব্রিগেডেমুখী BJP কর্মী-সমর্থকরা

By

Published : Apr 3, 2019, 10:11 AM IST

Updated : Apr 3, 2019, 10:19 AM IST

দুর্গাপুর, 3 এপ্রিল : ব্রিগেডে আজ জনসভা করবেন নরেন্দ্র মোদি। গোটা রাজ্যের BJP কর্মী-সমর্থকরা আজ ব্রিগেডমুখী। বাদ যায়নি দুর্গাপুরও। আজ সকাল থেকেই হাজার হাজার BJP সমর্থক দুর্গাপুর স্টেশনে ভিড় জমিয়েছেন। গন্তব্য ব্রিগেড।

ভোর থেকেই দুর্গাপুর স্টেশনে BJP-র পতাকা হাতে মানুষের ভিড় দেখা যায়। পাশাপাশি, সিটিসেন্টার থেকে কলকাতামুখী বাসের জন্য পড়েছে লম্বা লাইন। BJP সূত্রে খবর, পশ্চিম বর্ধমান থেকে প্রায় 40 হাজার মানুষ আজ মোদির সভায় যোগ দেবেন।

দুর্গাপুর স্টেশনে BJP সমর্থকদের ভিড়

পশ্চিম বর্ধমান জেলার BJP সভাপতি লক্ষ্মণ ঘোড়ুই বলেন, "কাল রাত থেকেই বহু মানুষ মোদিজির সভায় যোগ দিতে রওনা হয়েছেন। প্রায় 400 টি বাস আজ আমাদের জেলা থেকে কলকাতা যাচ্ছে। ট্রেনেও যাচ্ছে বহু মানুষ। আজ 10 লাখ মানুষের সমাগম হবে ব্রিগেডে।"

এই সংক্রান্ত খবর :আজ সভা মোদির, প্রস্তুত ব্রিগেড

Last Updated : Apr 3, 2019, 10:19 AM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details