পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

প্লাস্টিক মুক্ত করতে উদ্যোগ প্রতাপপুর পঞ্চায়েতে

প্লাস্টিক মুক্ত করতে উদ্যোগ নেওয়া হল প্রতাপপুর পঞ্চায়েতে । দুর্গাপুর- ফরিদপুর ব্লকের নাচন থিম পার্কে একেবারেই পলিথিন ব্যবহার নিষিদ্ধ করল প্রতাপপুর গ্রাম পঞ্চায়েত। বছরের শুরুতেই এই অভিনব উদ্যোগকে সমর্থন জানাচ্ছে বনভোজনে আসা মানুষজন ।

Pratappur Panchayat initiative to free plastic
প্লাস্টিক মুক্ত করতে উদ্যোগ

By

Published : Jan 2, 2020, 3:36 PM IST

দুর্গাপুর, 2 জানুয়ারি : নতুন বছরের শুরুতেই প্লাস্টিক মুক্ত করতে উদ্যোগ প্রতাপপুর পঞ্চায়েতে । এখানকার পিকনিক স্পটে প্লাস্টিক ব্যাবহার করলেই 501টা জরিমানা দিতে হবে। একথা জানান দুর্গাপুর-ফরিদপুর ব্লকের প্রতাপপুর পঞ্চায়েতের প্রধান।

দীর্ঘদিন ধরেই পশ্চিম বর্ধমান জেলায় পলিথিন বর্জনের জন্য অভিযান চালাচ্ছে প্রশাসন । সেই ডাকে সাড়া দিয়ে এগিয়ে এল প্রতাপপুর পঞ্চায়েত । এই উদ্যোগে সাড়া দিচ্ছেন সাধারণ মানুষ । নতুন বছরের প্রথমদিনেই দুর্গাপুর- ফরিদপুর ব্লকের নাচন থিম পার্কে একেবারেই পলিথিন ব্যবহার নিষিদ্ধ করল প্রতাপপুর গ্রাম পঞ্চায়েত। ইংরেজি নববর্ষের প্রথম দিনেই এই পার্কে আশপাশের বহু জায়গা থেকে বনভোজনের জন্য আসেন হাজার খানেক পিকনিক দল । পঞ্চায়েতের তরফে প্রত্যেকের কাছে গিয়ে পলিথিন ও থার্মকল ব্যবহার না করতে অনুরোধ করা হয় । নিষেধ শুনেও পলিথিন ব্যবহার করলে 501 টাকা জরিমানা করা হবে । একথা জানান পঞ্চায়েতের উপপ্রধান সঞ্জয় মুখার্জি। পিকনিক স্পটে জায়গায় জায়গায় অভিযান চালানো হয় বনবিভাগ, পুলিশ ও পঞ্চায়েতের তরফে।

প্লাস্টিক মুক্ত করতে উদ্যোগ

অভিযান চালিয়ে কয়েকজন পিকনিক দলের কাছ থেকে থার্মকল, পলিথিন ও প্লাস্টিকের জিনিস বাজেয়াপ্ত করে প্রশাসন । বেশিরভাগ বনভোজনে অংশ নেওয়া মানুষ পলিথিন জাতীয় দ্রব্য নিজের হাতেই তুলে দেন পঞ্চায়েত কর্তাদের হাতে। এরকমই এক বনভোজনকারী মহিলা রুমা দে বলেন, পঞ্চায়েতের এই উদ্যোগ সত্যিই প্রশংসার। পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ পাওয়া যাচ্ছে এই পার্কে । পরিবেশকে রক্ষা করতে এই রকম পদক্ষেপ দরকার সব মানুষের।


এলাকায় শব্দ দূষণ রুখতে ডি জে বাজানোর ক্ষেত্রেও কিছু নিষেধাজ্ঞা জারি করেছে প্রতাপপুর পঞ্চায়েত ।

ABOUT THE AUTHOR

...view details