দুর্গাপুর, 2 জানুয়ারি : নতুন বছরের শুরুতেই প্লাস্টিক মুক্ত করতে উদ্যোগ প্রতাপপুর পঞ্চায়েতে । এখানকার পিকনিক স্পটে প্লাস্টিক ব্যাবহার করলেই 501টা জরিমানা দিতে হবে। একথা জানান দুর্গাপুর-ফরিদপুর ব্লকের প্রতাপপুর পঞ্চায়েতের প্রধান।
দীর্ঘদিন ধরেই পশ্চিম বর্ধমান জেলায় পলিথিন বর্জনের জন্য অভিযান চালাচ্ছে প্রশাসন । সেই ডাকে সাড়া দিয়ে এগিয়ে এল প্রতাপপুর পঞ্চায়েত । এই উদ্যোগে সাড়া দিচ্ছেন সাধারণ মানুষ । নতুন বছরের প্রথমদিনেই দুর্গাপুর- ফরিদপুর ব্লকের নাচন থিম পার্কে একেবারেই পলিথিন ব্যবহার নিষিদ্ধ করল প্রতাপপুর গ্রাম পঞ্চায়েত। ইংরেজি নববর্ষের প্রথম দিনেই এই পার্কে আশপাশের বহু জায়গা থেকে বনভোজনের জন্য আসেন হাজার খানেক পিকনিক দল । পঞ্চায়েতের তরফে প্রত্যেকের কাছে গিয়ে পলিথিন ও থার্মকল ব্যবহার না করতে অনুরোধ করা হয় । নিষেধ শুনেও পলিথিন ব্যবহার করলে 501 টাকা জরিমানা করা হবে । একথা জানান পঞ্চায়েতের উপপ্রধান সঞ্জয় মুখার্জি। পিকনিক স্পটে জায়গায় জায়গায় অভিযান চালানো হয় বনবিভাগ, পুলিশ ও পঞ্চায়েতের তরফে।