দুর্গাপুর, 26 মার্চ: "আমরা অন্য়ায়ের প্রতিবাদ করছি ৷ আপনারা আমাদের পাশে দাঁড়ান ৷" আমজনতার উদ্দেশে এই বার্তা দিলেন প্রবীণ কংগ্রেস নেতা তথা রাজ্যসভার সাংসদ প্রদীপ ভট্টাচার্য ৷ অপরাধমূলক মানহানি মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর 2 বছরের কারাদণ্ড হয়েছে রাহুল গান্ধির ৷ রবিবার দুর্গাপুরে এসে সেই ইস্যুতেই মুখ খুললেন প্রদীপ (Pradip Bhattacharya on Rahul Gandhi) ৷ রাহুল-সহ কংগ্রেসের অন্যান্য নেতানেত্রীর মতো প্রদীপও মনে করেন, আদানি ইস্যুতে সরব হওয়াতেই রাহুলের উপর নেমে এসেছে 'শাস্তির খাঁড়া' !
এদিন দুর্গাপুরে একটি কর্মিসভা আয়োজন করেছিল কংগ্রেস ৷ সেই কর্মসূচিতে যোগ দেন প্রদীপ ৷ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, তাঁর বিশ্বাস, আগামী দিনে মোদি সরকারের বিরুদ্ধে গণআন্দোলন আরও জোরদার হবে ৷ প্রদীপ মনে করেন, রাহুল গান্ধির সাজাপ্রাপ্তি বা তাঁর সম্ভাব্য জেলযাত্রা মূল ইস্যু নয় ৷ প্রকৃত ইস্যু হল, বর্তমান 'কেন্দ্রীয় সরকারের সঙ্গে কিছু অসাধু ব্যবসায়ী গোপন বোঝাপড়া' ! সম্প্রতি রাজ্যসভা এবং লোকসভায় এ নিয়ে বারবার সরব হয়েছে কংগ্রেস ৷ রাহুল নিজে আদানি গোষ্ঠীকে নিয়ে অসংখ্য প্রশ্ন তুলেছেন ৷ নরেন্দ্র মোদির সঙ্গে গৌতম আদানির ব্যক্তিগত সখ্য নিয়ে প্রশ্ন তুলেছেন ৷ আর সেই কারণেই আজ তাঁকে কারাবাসে পাঠানোর ব্যবস্থা পাকা করা হচ্ছে !