দুর্গাপুর, 13 মে : দুর্গাপুরের বিভিন্ন হাসপাতালের বাইরে রাস্তার ধারে যত্রতত্র পড়ে আছে ব্যবহৃত পিপিই কিট ও অনান্য করোনার চিকিৎসা সামগ্রী ৷ ফলে ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের ।
কয়েকদিন আগেই কাঁকসার মলানদিঘিতে কোভিড হাসপাতালের বাইরে ব্যবহৃত পিপিই কিট ও চিকিৎসা সামগ্রী পড়ে থাকতে দেখা যায় ৷ এরপর দুর্গাপুরের বিজড়াতে একটি বেসরকারি হাসপাতাল থেকে দুর্গাপুর গভর্মেন্ট কলেজ যাওয়ার রাস্তার মাঝে কালভার্টের কাছে ব্যবহৃত পিপিই কিট পড়ে থাকতে দেখা যায় ৷ কালভার্টের উপরে ও নীচেও পড়ে আছে প্যাকেটবন্দি পিপিই কিট ৷ এছা়ড়া ঝোড়ো হাওয়ায় সেই কিট উড়ে বেড়াচ্ছে যত্রতত্র ।