পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দুর্গাপুরে রাস্তার ধারে যত্রতত্র পড়ে ব্যবহৃত পিপিই কিট ও চিকিৎসা সরঞ্জাম - যত্রতত্র পড়ে ব্যবহৃত পিপিই কিট ও চিকিৎসা সরঞ্জাম

এলাকাবাসীদের অভিযোগ আ্যম্বুলেন্স চালকরা এই পিপিই কিটগুলো ফেলে যান । কার্লভাটের পাশের জমিতেও পড়ে থাকতে দেখা যাচ্ছে একাধিক ব্যবহৃত পিপিই কিট ৷

যত্রতত্র পড়ে ব্যবহৃত পিপিই কিট ও চিকিৎসা সরঞ্জাম
যত্রতত্র পড়ে ব্যবহৃত পিপিই কিট ও চিকিৎসা সরঞ্জাম

By

Published : May 13, 2021, 3:07 PM IST

দুর্গাপুর, 13 মে : দুর্গাপুরের বিভিন্ন হাসপাতালের বাইরে রাস্তার ধারে যত্রতত্র পড়ে আছে ব্যবহৃত পিপিই কিট ও অনান্য করোনার চিকিৎসা সামগ্রী ৷ ফলে ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের ।

কয়েকদিন আগেই কাঁকসার মলানদিঘিতে কোভিড হাসপাতালের বাইরে ব্যবহৃত পিপিই কিট ও চিকিৎসা সামগ্রী পড়ে থাকতে দেখা যায় ৷ এরপর দুর্গাপুরের বিজড়াতে একটি বেসরকারি হাসপাতাল থেকে দুর্গাপুর গভর্মেন্ট কলেজ যাওয়ার রাস্তার মাঝে কালভার্টের কাছে ব্যবহৃত পিপিই কিট পড়ে থাকতে দেখা যায় ৷ কালভার্টের উপরে ও নীচেও পড়ে আছে প্যাকেটবন্দি পিপিই কিট ৷ এছা়ড়া ঝোড়ো হাওয়ায় সেই কিট উড়ে বেড়াচ্ছে যত্রতত্র ।

আরও পড়ুন : কোভিশিল্ডের দুটি ডোজ়ের ব্যবধান বাড়িয়ে 12-16 সপ্তাহ করার প্রস্তাব

এলাকাবাসীদের অভিযোগ, আ্যম্বুলেন্স চালকরা এই পিপিই কিটগুলো ফেলে যান । কার্লভাটের পাশের জমিতেও পড়ে থাকতে দেখা যাচ্ছে একাধিক ব্যবহৃত পিপিই কিট ৷ শহরের বিভিন্ন প্রান্তে একই চিত্র লক্ষ করা যাচ্ছে । এভাবে সংক্রমণ বাড়তে পারে বলে আশঙ্কা ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details