দুর্গাপুর, 28 অক্টোবর: কোজাগরী লক্ষ্মী পুজার দিনেও এ এক মন খারাপ করার মতো ছবি । লুচি, মিষ্টি, ফলমূল, অন্ন ভোগ সহকারে যখন লক্ষ্মীর আরাধনায় বাংলার ঘরে বেজে উঠছে শাঁখ, কাঁসর, ঘণ্টা, পড়া হচ্ছে পাঁচালি দেওয়া হচ্ছে উলু, তখন কাঁকসার জঙ্গলমহলের লক্ষ্মীরা অর্ধাহারে দিন কাটাচ্ছেন । কেন্দ্র টাকা না পাঠানোয় বন্ধ 100 দিনের কাজ, চাষাবাদের অবস্থাও সংকটজনক, জঙ্গলের শালপাতার যোগান কমেছে । এমতাবস্থায় পান্তা ভাত, লঙ্কাপোড়া বা শাক তুলে তা সেদ্ধ করে উদরপূর্তি ঘটছে আদিবাসী সম্প্রদায়ের এই মহিলাদের । ইটিভি ভারতের ক্যামেরায় লক্ষ্মীপুজোর দিন সকালে কাঁকসার জঙ্গলমহলের এই দুর্দশার ছবি উঠে এল।
সরকারি সহায়তা অনেক, এরাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনকল্যাণমুখী বহু প্রকল্প চালু করেছেন। কিন্তু বাস্তবে জঙ্গলমহলের আদিবাসী সম্প্রদায়ের ধুঁকতে থাকা পরিবারগুলির কাছে সেই জনকল্যাণমুখী প্রকল্পের সুবিধা কি পৌঁছচ্ছে ? সাড়ম্বরে দুর্গা এসে আবারও পাড়ি দিয়েছেন কৈলাসে, আজ কোজাগরী লক্ষ্মীপুজো ৷ এরপর শক্তির আরাধনায় মেতে উঠবেন বাংলার লক্ষ্য-কোটি মানুষ । কিন্তু জঙ্গলমহলের সোনালী মুর্মু, নিয়তি সোরেনের কথা কে শুনবে ? ইটিভি ভারতের প্রতিনিধি খোঁজ নিতে গিয়ে তাঁদের দুর্দশার বারোমাস্যার কাহিনী শুনতে পেলেন ।
ভোটের আগে আগে প্রতিশ্রুতির ফুলঝুড়ি, রাজনৈতিক নেতাকর্মীদের গাল ভরা আশ্বাস আর ভোট পেরিয়ে গেলেই সেই সমস্ত নেতাদের নিখোঁজ হয়ে যাওয়ার অভিযোগ উঠে এল সোনালী মুর্মু, নিয়তি সোরেনদের মুখে । আদিবাসী রমণী সোনালী মুর্মুর কথায়, "চরম অর্থ কষ্টে দিন কাটাচ্ছে আমদের । ঋণ-দেনাতে জর্জরিত । জঙ্গলের শাক তুলে তা সেদ্ধ করে কোনও দিন ভাত খাই, কখনও একবেলা খেয়ে, আর একবেলা না-খেয়ে দিন কাটাচ্ছি । 100 দিনের কাজ অনেকদিন আগেই বন্ধ হয়ে গিয়েছে । চাষের কাজেও ডাক পাচ্ছি না। কী করে দিন কাটাব এ কথা ভাবতে ভাবতেই দিন চলে যাচ্ছে । কেউ আমাদের খোঁজ নিতে আসে না।"
আরও পড়ুন: মূর্তি কেনায় বিমুখ ক্রেতারা, লক্ষ্মীলাভে ধন্ধে পটুয়া পাড়ার মৃৎ শিল্পীরা