আসানসোল, 6 অগস্ট : ব্রিটিশ আমলে এখানে পোলো খেলা হত, সেই থেকে নাম পোলো গ্রাউন্ড ৷ আসানসোল তথা দুই বর্ধমানের ঐতিহ্যের পোলো গ্রাউন্ডের নাম বদলে করা হল ‘সাহিত্যিক শৈলজানন্দ ময়দান’ ৷ আসানসোলবাসীদের কাছে নস্টালজিয়া এই পোলো গ্রাউন্ড ।
এই ময়দানের একদিকে রয়েছে আসানসোল স্টেডিয়াম, অন্যদিকে ইনডোর স্টেডিয়াম । একপাশে মাথা তুলে দাঁড়িয়ে আছে প্রসার ভারতীর টিভি টাওয়ার । এই মাঠ শুধুই মাঠ নয়, শহরের বুকে একটি সিগনেচার আইকন । এখানে ইন্দিরা গান্ধি থেকে শুরু করে নরেন্দ্র মোদি, আরও বহু জনপ্রিয় রাজনৈতিক নেতা-নেত্রীরা সভা করেছেন । ফি বছর আসানসোলের বইমেলার আয়োজন হয় এই মাঠে । জিতেন্দ্র তিওয়ারি মেয়র থাকাকালীন পোলো গ্রাউন্ডের নাম বদলে করেছিলেন ‘বইমেলা ময়দান’ । বর্তমান প্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায় পোলো গ্রাউন্ড ওরফে বইমেলা ময়দান-এর নাম দিলেন ‘সাহিত্যিক শৈলজানন্দ ময়দান’ ।
এ প্রসঙ্গে অমরনাথ চট্টোপাধ্যায় বললেন, "বাংলার সাহিত্যিক শৈলজানন্দের সঙ্গে আসানসোলের একটি যোগসূত্র ছিল । সেই সূত্রে আসানসোল পোলো গ্রাউন্ডের নাম করা হয়েছে শৈলজানন্দ ময়দান ।" প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি বললেন, "বইমেলা আসানসোলের একটা গৌরব ৷ বইমেলা কমিটি যুব শিল্পী সংসদের অনুরোধে মাঠটি আমি তৈরি করে দিয়েছিলাম ৷ নাম দেওয়া হয়েছিল বইমেলা ময়দান ৷ বইমেলা ময়দানের নাম শৈলজানন্দের নামাঙ্কিত করে আসলে শৈলজানন্দকেই অপমানিত করল আসানসোল পৌরনিগম ।" তাঁর মতে, সাহিত্যিক শৈলজানন্দকে সম্মান জানাতে হলে তাঁর নামে নতুন কিছু করা উচিত ছিল ৷