দুর্গাপুর, 28 সেপ্টেম্বর : ছেলেধরা সন্দেহে ক্ষুব্ধ জনতা বেধড়ক মারধর করেছিল অণ্ডালের কাজোড়া এলাকার হরিশপুরের বাসিন্দা বিনদানন্দ গোপকে । ক্ষুব্ধ জনতা তাঁকে বারবার জিজ্ঞাসা করছিল, "তোর জাত কী ?" আধমরা অবস্থায় উত্তরে বলেছিলেন, হিন্দু । উত্তরটা শুনে ক্ষুব্ধ জনতা একটু শান্ত হয়েছিলেন । বন্ধ হয়েছিল তাঁর উপর প্রহার । কিন্তু ততক্ষণে প্রায় সব শেষ । হাসপাতালে নিয়ে গিয়েও বাঁচানো যায়নি তাঁকে । গণপিটুনির এই ঘটনায় কার্যত নাম না নিয়ে BJP-কেই দুষতে দেখা গেল CPI(M)ও তৃণমূলকে ।
বৃহস্পতিবার (26 সেপ্টেম্বর) রাতে একটি ভিডিয়ো সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে । তারপরেই বিনদানন্দের গণপিটুনির বিষয়টি গোচরে আসে । গতকাল এই ঘটনায় বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে একে অপরকে দুষতে দেখা যায় । তৃণমূল ও CPI(M)-এর তরফে কার্যত নাম না করে এই ঘটনার জন্য BJP কে দায়ি করা হয় । তৃণমূল নেতা উত্তম মুখোপাধ্যায় বলেন, "এই ঘটনা মর্মান্তিক । সারা বিশ্বে বিশেষ করে বাংলায় জাতপাতের যে লড়াই নতুন করে তৈরি হয়েছে তার রহস্য বের করার জন্য সাংবাদিকের কাছে আমার অনুরোধ । যদি এই ঘটনায় কোনও রাজনৈতিক দলের মদত থাকে তাহলে তাদের বিরুদ্ধে সরব হওয়ার জন্য মানুষের কাছে আবেদন জানাচ্ছি । "