পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Asansol Municipal Corporation : পৌরভোটের দামামা আসানসোলে, ভোট প্রস্তুতিতে বিভিন্ন দল - Asansol Municipal Corporation

হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী 22 জানুয়ারি আসানসোল পৌরনিগমের ভোট করাতে চায় তারা ৷ আর এর পরেই ভোট প্রস্তুতিতে নেমেছে আসানসোলের শাসক ও বিরোধী পক্ষ (political parties in planning for Asansol Municipal Corporation election) ।

Asansol Municipal Corporation
পৌরভোটের দামামা আসানসোলে

By

Published : Dec 25, 2021, 8:38 AM IST

আসানসোল, 25 ডিসেম্বর: আগামী 22 জানুয়ারি আসানসোল পৌরনিগমের ভোট অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা ৷ বিষয়টি নিয়ে রাজ্য নির্বাচন কমিশন এখনও কোনও নির্দেশিকা জারি না করলেও ইতিমধ্যেই হাইকোর্টকে এই দিনের কথা উল্লেখ করেছে ৷ আর এর পরেই ভোট প্রস্তুতিতে নেমে পড়েছে আসানসোলের শাসক ও বিরোধী পক্ষ (political parties in planning for Asansol Municipal Corporation election) ।

আসানসোল পৌরনিগমের বর্তমান প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় বলেন, "গণতান্ত্রিকভাবে ভোটের লড়াই লড়তে আমরা প্রস্তুত, আগামী পৌরবোর্ড আমরাই দখল করব ।" যদিও তৃণমূল জিতলে এই পৌরনিগমে মেয়র কে হবেন তা নিয়ে দলের তরফে এখনও ঘোষণা করা হয়নি ৷ এ বিষয়ে অমরনাথ চট্টোপাধ্যায় জানিয়েছেন, তিনি নিজের কাজে খুশি । তাঁর মনে হয় দলও তাঁর কাজে খুশি ।

আরও পড়ুন : দুর্গাপুরের প্রথম মহিলা মেয়র তৃণমূলের অনিন্দিতা মুখোপাধ্যায়

অন্যদিকে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির কথায়, "যদি স্বচ্ছ এবং শান্তিপূর্ণ ভোট হয় তাহলে আসানসোল পৌরনিগম দখল করবে বিজেপি ৷ বিধানসভা ভোটের পরিসংখ্যান দিয়ে তাঁর দাবি,আসানসোল পৌরনিগম এলাকায় 66টি ওয়ার্ডে তাঁরা এগিয়ে ছিলেন আর বর্তমানে পৌরনিগমের যা অবস্থা তাতে বিজেপি 40টি ওয়ার্ডে এগিয়ে থাকবে । কলকাতার ভোট লুঠ প্রসঙ্গ টেনে জিতেন্দ্র তিওয়ারি আরও বলেন, "আমরা বোমা-গুলি ছুঁড়তে তো জানিনা । আমাদের মনে হয় কেউ ভোট লুট করতে গেলে আসানসোলের মানুষ রুখবেন ।"

পৌরভোটের দামামা আসানসোলে, ভোট প্রস্তুতিতে বিভিন্ন দল

একই সুরে কথা বলেছেন সিপিআইএম নেতা পার্থ মুখোপাধ্যায়ও। কলকাতা পৌরভোটের প্রসঙ্গ টেনে তিনি রাজ্য নির্বাচন কমিশনকে মেরুদণ্ডহীন এবং স্তাবক-দলদাস বলে অভিহিত করেছেন ।

ABOUT THE AUTHOR

...view details