পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মৃতদেহ কোন দলের? চলছে তরজা - crime

কালনায় মৃতদেহ ঘিরে রাজনৈতিক তরজা ৷

মৃতদেহ কোন দলের? চলছে তরজা

By

Published : Sep 18, 2019, 11:04 PM IST

Updated : Sep 18, 2019, 11:16 PM IST

কালনা, 18 সেপ্টেম্বর : কালনায় পিটিয়ে মেরে ফেলা হয়েছে এক ব্যক্তিকে ৷ কালনার ময়নাগুড়ি গ্রামে তৃণমূল ও BJP-র মধ্যে মৃতদেহ নিয়ে চলছে রাজনৈতিক দড়ি টানাটানি ৷ তৃণমূল বলছে, মৃত ব্যক্তি তাদেরই কর্মী ৷ অন্যদিকে BJP-র দাবি, মৃত ব্যক্তি তাদের দলের সদস্য ৷

মাছ ধরার অপরাধে 14 তারিখে জয়দেব ক্ষেত্রপাল নামে এক বৃদ্ধকে পিটিয়ে মারা ঘটনায় অভিযোগের আঙুল ওঠে গ্রামেরই বাসিন্দা রাম ক্ষেত্রপালের দিকে ৷ তাঁর কঠিন শাস্তির দাবি তোলেন মৃতের পরিবার । পুকুরে ছিপ ফেলে মাছ ধরার অপরাধে গাছে বেঁধে নৃশংসভাবে পিটিয়ে খুন করা হয় জয়দেব ক্ষেত্রপালকে, অভিযোগ এমনটাই ৷ পুকুরের মালিক রাম ক্ষেত্রপালের বিরুদ্ধে অভিযোগ ওঠে মৃতের পরিবারের তরফে ৷ এরপরই শুরু রাজনৈতিক দড়ি টানাটানি ৷

কালনার ময়নাগুড়ি গ্রামে তৃণমূল ও BJP-র মধ্যে মৃতদেহ নিয়ে চলছে রাজনৈতিক দড়ি টানাটানি

এলাকার তৃণমূল নেতৃত্বের কথায়, ''BJP ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে ৷ কারণ জেলায় তাদের পায়ের তলায় মাটি নেই ৷ রাম বাবু আমাদের দলের সব মিছিলে যেতেন ৷ উনি আমাদের সমর্থক ৷ '' BJP নেতৃত্বের দাবি, '' রাম ক্ষেত্রপালের মৃতদেহের ময়নাতদন্তও আটকে দেওয়া হয়েছিল ৷ আমরা প্রশাসনের দ্বারস্থ হতে চাইছি এ নিয়ে ৷ যে খুন করেছে, সে তৃণমূলের তোলাবাজ ৷''

Last Updated : Sep 18, 2019, 11:16 PM IST

ABOUT THE AUTHOR

...view details