পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

জন্মাষ্টমীর শোভাযাত্রাকে কেন্দ্র করে সংঘর্ষ, 70টি বাড়ি ভাঙচুর ; জখম 10 - Political Clash in Durgapur, 70 houses vandalised, 10 injured

জন্মাষ্টমীর শোভাযাত্রায় মাইক বাজানোকে কেন্দ্র করে দুই পাড়ার সংঘর্ষ । 70টি বাড়ি ভাঙচুর । জখম 10 । ঘটনাটি বুদবুদ থানার সাকুড়ি গ্রামের ।

ঘটনাস্থানের ছবি

By

Published : Aug 26, 2019, 10:24 AM IST

Updated : Aug 26, 2019, 10:37 AM IST

বুদবুদ(দুর্গাপুর), 26 অগাস্ট : জন্মাষ্টমীর শোভাযাত্রায় মাইক বাজানোকে কেন্দ্র করে দুই পাড়ার সংঘর্ষ । ঘটনাটি বুদবুদ থানার সাকুড়ি গ্রামের । গতকাল রাতে ঘোষপাড়া ও বাগদিপাড়ার মধ্যে সংঘর্ষ বাধে । আজ সকালে পরিস্থিতি চরমে ওঠে । জখম হয় 10 জন । প্রায় 70টি বাড়ি ভাঙচুর করা হয়েছে । প্রথমে বিষয়টিকে দুই পাড়ার ঝামেলা বলা হলেও পরে রাজনৈতিক রং লাগে ।

জন্মাষ্টমী, নন্দ উৎসব শেষে গতকাল রাতে ঘোষপাড়ার পক্ষ থেকে শোভাযাত্রা বের করা হয় । মাইক বাজানোকে কেন্দ্র করে শোভাযাত্রা চলাকালীনই ঘোষপাড়ার বাসিন্দাদের সঙ্গে বাগদিপাড়ার বাসিন্দাদের ঝামেলা শুরু হয় । বাগদিপাড়ার বাসিন্দাদের অভিযোগ, স্থানীয় তৃণমূল নেতা প্রদীপ ঘোষের নেতৃত্বে তাঁদের উপর হামলা হয় । পাশাপাশি চলে বাড়ি ভাঙচুর । পুলিশ এসে কোনওরকমে পরিস্থিতি সামাল দিলেও আজ সকাল থেকে ফের ঝামেলা শুরু হয় । আবারও ঘোষপাড়ার বাসিন্দারা বাগদিপাড়ায় ঢুকে তাদের বাড়ি ভাঙচুর করে বলে অভিযোগ । প্রায় 70টি ভাঙচুরের অভিযোগ ওঠে । আহত 10 । তাঁদের পানাগড় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, দুর্গাপুর মহকুমা হাসপাতাল ও একজনকে রাজবাঁধের একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়েছে । ঘটনার খবর পেয়ে সাংবাদিকরা গেলে তাঁদেরও এলাকায় ঢুকতে বাধা দেওয়া হয় ।

দেখুন ভিডিয়ো

স্থানীয় সূত্রে জানা গেছে, বাগদিপাড়ায় BJP কর্মীদের আধিক্য । ঘোষপাড়ায় আবার থাকেন তৃণমূল কর্মীরা । প্রশান্ত মালি নামে বাগদিপাড়ার এক যুবকের অভিযোগ, "বুদবুদের তৃণমূল কংগ্রেস সহ-সভাপতি প্রদীপ ঘোষের নেতৃত্বে আক্রমণ হয় । কাল রাতে ঝামেলার পর ওরা আবার আজ সকালে হামলা চালায় । বাড়িঘর ভাঙচুর হয়েছে ।"

এবিষয়ে পূর্ব বর্ধমান জেলার BJP সাধারণ সম্পাদক রমন সিং বলেন, "এটি পরিকল্পিত আক্রমণ । বাগদিপাড়া দীর্ঘদিন ধরে BJP-র সঙ্গে আছে । এটাই তৃণমূলের রাগের কারণ । তাই, শোভাযাত্রাকে কেন্দ্র করে প্রতিহিংসা পূরণ করল তৃণমূল । আমরা এর জবাব দেব ।"

অভিযোগ নিয়ে প্রদীপ ঘোষের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি ।

Last Updated : Aug 26, 2019, 10:37 AM IST

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details