বুদবুদ(দুর্গাপুর), 26 অগাস্ট : জন্মাষ্টমীর শোভাযাত্রায় মাইক বাজানোকে কেন্দ্র করে দুই পাড়ার সংঘর্ষ । ঘটনাটি বুদবুদ থানার সাকুড়ি গ্রামের । গতকাল রাতে ঘোষপাড়া ও বাগদিপাড়ার মধ্যে সংঘর্ষ বাধে । আজ সকালে পরিস্থিতি চরমে ওঠে । জখম হয় 10 জন । প্রায় 70টি বাড়ি ভাঙচুর করা হয়েছে । প্রথমে বিষয়টিকে দুই পাড়ার ঝামেলা বলা হলেও পরে রাজনৈতিক রং লাগে ।
জন্মাষ্টমী, নন্দ উৎসব শেষে গতকাল রাতে ঘোষপাড়ার পক্ষ থেকে শোভাযাত্রা বের করা হয় । মাইক বাজানোকে কেন্দ্র করে শোভাযাত্রা চলাকালীনই ঘোষপাড়ার বাসিন্দাদের সঙ্গে বাগদিপাড়ার বাসিন্দাদের ঝামেলা শুরু হয় । বাগদিপাড়ার বাসিন্দাদের অভিযোগ, স্থানীয় তৃণমূল নেতা প্রদীপ ঘোষের নেতৃত্বে তাঁদের উপর হামলা হয় । পাশাপাশি চলে বাড়ি ভাঙচুর । পুলিশ এসে কোনওরকমে পরিস্থিতি সামাল দিলেও আজ সকাল থেকে ফের ঝামেলা শুরু হয় । আবারও ঘোষপাড়ার বাসিন্দারা বাগদিপাড়ায় ঢুকে তাদের বাড়ি ভাঙচুর করে বলে অভিযোগ । প্রায় 70টি ভাঙচুরের অভিযোগ ওঠে । আহত 10 । তাঁদের পানাগড় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, দুর্গাপুর মহকুমা হাসপাতাল ও একজনকে রাজবাঁধের একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়েছে । ঘটনার খবর পেয়ে সাংবাদিকরা গেলে তাঁদেরও এলাকায় ঢুকতে বাধা দেওয়া হয় ।