পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Bengal Students in Ukraine : পড়ুয়াদের বাড়ি ফেরানোর কৃতিত্ব কেন্দ্র না রাজ্যের ? শুরু রাজনৈতিক তরজা

যুদ্ধক্ষেত্র ইউক্রেন থেকে মেডিকেল পড়ুয়াদের এরাজ্যে ফেরানোর সাফল্য কার ? কেন্দ্র নাকি রাজ্যের ! বুধবার ইউক্রেন থেকে ফেরেন দুর্গাপুরের তিন পড়ুয়া । অন্ডাল বিমানবন্দরের বাইরে পা রাখতে না রাখতেই বিজেপি-তৃণমূল বিধায়কের শুরু হল রাজনৈতিক তরজা ৷

Bengalis in Ukraine
শুরু রাজনৈতিক তরজা

By

Published : Mar 3, 2022, 11:53 AM IST

দুর্গাপুর, 3 মার্চ : রণক্ষেত্র ইউক্রেন, চারিদিকে বোমা-গুলি আর মৃত্যু মিছিল । আর এই যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে দীর্ঘপথ অতিক্রম করে অবশেষে বুধবার দুর্গাপুরের মাটিতে পা রাখেন জিনাত আলম, নেহা খান, বিপাশা সাউরা । অন্ডাল বিমানবন্দরে তাঁদের জন্য অপেক্ষা করছিলেন পরিবারের সদস্যরা ৷ উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস এবং বিজেপির বিধায়করা ।

দুর্গাপুর পশ্চিম বিধানসভার বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই তিন মেডিকেল পড়ুয়াকে সংবর্ধনা দেন ৷ এরপর কেন্দ্র সরকারের প্রশংসায় পঞ্চমুখ হন তিনি ৷ ইউক্রেন থেকে ভারতীয় পড়ুয়াদের নিরাপদে দেশে ফিরিয়ে আনার উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন ৷ বিজেপি বিধায়ক বলেন, "যুদ্ধ শুরু হওয়ার পর কেন্দ্র সরকার যেভাবে ভারতীয়দের বাড়ি ফিরিয়ে আনতে তৎপরতা দেখিয়েছে তা সত্যিই প্রশংসনীয় ।"

সেদিন উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বর বিধানসভার বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী ৷ তাঁর মুখে অবশ্য শোনা গেল রাজ্য সরকারের প্রশংসা । এক্ষেত্রে রাজ্য সরকারের ভূমিকাটা ঠিক কী ? বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বললেন, "রাজ্য সরকার কেন্দ্রকে চাপ দিচ্ছেন পড়ুয়াদের ফিরিয়ে আনার জন্য ৷ আর সেই কারণেই নড়েচড়ে বসেছে মোদি সরকার । এমনকি কর্নাটকের ছাত্র নবীনের মৃত্যুর জন্যও কেন্দ্রকে দায়ী করেছেন ৷ তার কথা অনুযায়ী আরও আগে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হলে এ ঘটনা ঘটত না ৷

বিজেপি-তৃণমূল বিধায়কের শুরু হল রাজনৈতিক তরজা

আরও পড়ুন :Bengalis in Ukraine : এখনও বুক কাঁপছে, সাইরেনের আওয়াজ কানে বাজছে: বাড়ি ফিরে বললেন নেহা-বিপাশা

তবে যাই হোক সন্তানকে কাছে পেয়ে খুশি পড়ুয়ার পরিবারের সদস্যরা । পড়ুয়ারাও বিপদ এড়িয়ে ভিন দেশ থেকে পরিবারের কাছে ফিরতে আনন্দে আপ্লুত ৷

ABOUT THE AUTHOR

...view details