পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

AMC Election 2022 : 500 কর্মী-সমর্থক নিয়ে দিলীপ-জিতেন্দ্রর মিছিল আটকাল পুলিশ - asansol news

করোনাবিধি না মেনেই 500জন কর্মী-সমর্থক নিয়ে বিজেপির প্রচার (AMC Election 2022) ৷ আটকে দিল পুলিশ ৷ ঘটনাকে ঘিরে উত্তেজনা আসানসোলের 27 নম্বর ওয়ার্ডে ৷ আসানসোল থেকে উত্তেজনার সেই ছবি তুলে ধরলেন ইটিভি ভারতের প্রতিনিধি তারক চট্টোপাধ্যায় ৷

AMC Election 2022
বিজেপির মিছিল আটকাল পুলিশ

By

Published : Jan 10, 2022, 6:15 PM IST

Updated : Jan 10, 2022, 6:43 PM IST

আসানসোল, 10 জানুয়ারি : কোভিড বিধি না মেনে পৌরভোটের প্রচার (AMC Election 2022) ৷ দিলীপ ঘোষ ও জিতেন্দ্র তিওয়ারির মিছিল আটকাল পুলিশ । এই ঘটনাকে ঘিরেই উত্তেজনা আসানসোল পৌরনিগমের 27 নম্বর ওয়ার্ডে ৷ শেষপর্যন্ত কম সংখ্যক লোক নিয়ে মিছিল করার প্রতিশ্রুতি দেওয়া হলে অনুমতি দেয় পুলিশ । যদিও বিজেপি কর্মী-সমর্থকদের জোয়ারে এদিন সমস্ত নিয়মই উলটপালট হয়ে যায় । পুলিশের তরফে জানা গিয়েছে, এই ঘটনার সম্পূর্ণ রিপোর্ট নির্বাচন কমিশনের কাছে পাঠানো হবে ।


সোমবার বিকেলে আসানসোল পৌরনিগমের 27 নম্বর ওয়ার্ডে জিতেন্দ্র তিওয়ারির স্ত্রী বিজেপি প্রার্থী চৈতালি তিওয়ারির সমর্থনে বাড়ি বাড়ি প্রচারের কর্মসূচি ছিল বিজেপির । উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ, কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়-সহ অন্যান্যরা ৷ কিন্তু মিছিল শুরু হতেই কর্মী-সমর্থকদের ভিড় উপচে পড়ে । প্রতি পাড়ায় ভিড় করেন সাধারণ মানুষ ৷

দলীয় পতাকা ও ব্যানার নিয়ে মিছিলে প্রায় 500 জন কর্মী-সমর্থকের ভিড় চোখে পড়ে ৷ বিষয়টি জানতে পেরে আসানসোল উত্তর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাঝপথে মিছিল আটকে দেয় । আর তারপরেই জিতেন্দ্র তিওয়ারির সঙ্গে বচসা শুরু হয় পুলিশের ।

আসানসোলে বিজেপির মিছিল আটকাল পুলিশ

আরও পড়ুন :AMC Election 2022 : মনোনয়ন জমা না দিয়ে বিজেপি প্রার্থীর তৃণমূলে যোগ, চাঞ্চল্য আসানসোল পৌরনিগমে

জিতেন্দ্র তিওয়ারি পুলিশকে বলেন, "পাঁচজন নিয়ে আমরা মিছিল শুরু করেছিলাম ৷ কিন্তু রাস্তায় মানুষ নেমে এলে তো আমাদের কিছু করার নেই ।"
তবে পুলিশি চাপে শেষ পর্যন্ত কম সংখ্যক কর্মী নিয়ে মিছিল করার প্রতিশ্রুতি দেন বিজেপি নেতারা । এরপর পুলিশ অনুমতি দেয় । কিন্তু সেই মিছিলেও কোনও রকমের করোনাবিধি মানা হয়নি বলে অভিযোগ ।

যদিও এই বিষয়ে জিতেন্দ্র তিওয়ারির বক্তব্য, "যখন হাজার হাজার লোক নিয়ে নমিনেশন করতে যান তৃণমূল নেতারা, তখন পুলিশ দেখতে পায় না । আর এখানে পুলিশ এসেছে ।" দিলীপ ঘোষ বলেন, "একটু বেশি লোক হয়ে গিয়েছে বলে পুলিশ আমাদের আটকেছিল । কিন্তু শেষ পর্যন্ত মিছিল হয়েছে ।"
অন্যদিকে, সম্পূর্ণ ঘটনার রিপোর্ট নির্বাচন কমিশনের কাছে পাঠাবে বলে জানিয়েছে পুলিশ ৷

আরও পড়ুন :AMC Election 2022 : বাড়ছে কোভিড, কেমন চলছে আসানসোলে ভোট প্রচার ?

Last Updated : Jan 10, 2022, 6:43 PM IST

ABOUT THE AUTHOR

...view details